ট্রেলার মুক্তি থেকে খবরে গদর ২। ছবির আয় যে রেকর্ড গড়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার ৩০০ পেরিয়ে ৪০০ কোটির ধরে পা রাখার প্রস্তুতি নিচ্ছে গদর ২।
পার হল দশম দিন। ছবি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ওপেনিং ডে থেকেই গড়ছে রেকর্ড। ইতিমধ্যে ছবিটি পা রেখেছে ৩০০ কোটির ঘরে। আর এবার চলছে ৪০০ কোটির ঘরে পা রাখার প্রস্তুতি।
210
ট্রেলার মুক্তি থেকেই খবরে গদর ২। ছবি মুক্তি পেয়েছে ১১ অগস্ট। পার হল আট দিন। আর মাত্র কয়েকদিনেই ৩০০ কোটির ঘরে পা দিল ছবিটি। সাত দিনের মধ্যে ছবিটি পা রেখেছে ৩০০ কোটির ঘরে। আর দশ দিনে আয় হল ৩৭০ কোটি।
310
দ্বিতীয় রবিবার ছবির আয় হয়েছে ৪১ কোটি টাকা। সব মিলিয়ে ছবির আয় হল ৩৭০ কোটি টাকা। যে ভাবে বাড়ছে ছবির আয় তাতে খুব অল্প দিনেই তা পা রাখবে ৪০০ কোটির ঘরে।
410
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি।
510
১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হল গদর ২। আর এবারও সুপার ডুপার হিট।
610
সেই সাফল্যের রেশ ধরে এত বছর পর মুক্তি পেল গদর ২। গদর এক প্রেম কাহিনি ছবির গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু সিক্যুয়েল ছবির কাহিনি। তাই বলে গদর ২ দেখতে গেলে আগে থেকে গদর দেখে রাখতে হবে এমন নয়।
710
ছবিতে সানি দেওল ও আমিশা প্যাটেলকে তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে। ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন।
810
মুক্তির প্রথম দুদিন অর্থাৎ ওপেনিং ডে ও শনিবার মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। , প্রথম রবিবার আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। তারপর প্রথম সোমবার এই ছবির আয় হল ৩০ কোটি। মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে।
910
তারপর বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। তারপর দিন অর্থাৎ বৃহস্পতিবার ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ অষ্টম দিনে আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি।
1010
চলতি বছরে মুক্তি পাওয়া ছবির মধ্যে সব থেকে বেশি আয় করেছে পাঠান। পাঠান ছবির আয় ৫৪৩.০৫ কোটি। তারপরই আছে গদর ২। আপাতত গদর ২ আয় করেছেন ৩৭০ কোটি।