Gadar 2: সোমবার আয় হল ১৪ কোটি, দেখে নিন ৪০০ কোটির ঘরে পা রাখতে আর কত কোটি বাকি

Published : Aug 22, 2023, 09:28 AM IST

ছবির আয় নিয়ে বহুদিন ধরে খবরে রয়েছে গদর ২। অল্প দিনে পা রেখেছে ৩০০ কোটির ধরে। আর এবার ৪০০ কোটির ঘরে পা রাখার অপেক্ষা। গতকাল অর্থাৎ সোমবার আয় হল ১৪ কোটি।

PREV
110

ছবি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ওপেনিং ডে থেকেই গড়ছে রেকর্ড। ইতিমধ্যে ছবিটি পা রেখেছে ৩০০ কোটির ঘরে। আর এবার চলছে ৪০০ কোটির ঘরে পা রাখার প্রস্তুতি।

210

গতকাল ছিল দ্বিতীয় সোমবার। এই সোমবার আয় করল ১৪ কোটি। দশ দিনে আয় হল ৩৭০ কোটি। তারপর আয় হল ১৪ কোটি। সব মিলিয়ে ছবির সর্বমোট আয় ৩৮৯.১০ কোটি। এই আয়ের হিসেব বলছে আর এক কিংবা দুদিনের মধ্যে ৪০০ কোটির ঘরে পা রাখবে গদর ২।

310

ট্রেলার মুক্তি থেকেই খবরে আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত গদর ২। ছবি মুক্তি পেয়েছে ১১ অগস্ট। মুক্তির মাত্র সাত দিনের মধ্যে ৩০০ কোটির ঘরে পা দিল ছবিটি। আর দশ দিনে আয় হল ৩৭০ কোটি। এগারো দিনে আয়ে ৩৮৯ কোটি।

410

২০০১ সালে মুক্তি পাওয়া সুপার হিট ছবির সিক্যুয়েল গদর ২। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। অনিল শর্মা পরিচালনা ‘গদর এক প্রেম কথা’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে।

510

এবার সিক্যুয়েল ছবিতে আছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। তাদের ছেলের চরিত্রে রয়েছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে বাবা ও ছেলের সম্পর্কের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে।

610

২০০১ সালে ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হল গদর ২। আর এবারও সুপার ডুপার হিট। শীঘ্রই যা পা রাখতে চলেছে ৪০০ কোটির ঘরে।

710

গদর এক প্রেম কাহিনি ছবির গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু সিক্যুয়েল ছবির কাহিনি। তাই বলে গদর ২ দেখতে গেলে আগে থেকে গদর দেখে রাখতে হবে এমন নয়। ছবির শুরুতেই দেখানো হয়েছে গদর এক প্রেম কথা ছবির কাহিনি। ২২ বছর পর তারা সিং ও সাকিনার জীবনে কী পরিবর্তন এল তা নিয়ে গদর ২।

810

ছবিটি মুক্তির সময় থেকেই আয় নিয়েছে রয়েছে খবরেয ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। ১৪ অগস্ট আয় হল ৩০ কোটি। ১৫ অগস্ট মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে।

910

১৬ অগস্ট বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। ১৭ অগস্ট ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি।

1010

সোমবার অর্থাৎ ২১ অগস্ট শেষে ছবির আয় ৩৮৯ কোটি। আর কিছুদিনের মধ্যেই ৪০০ কোটির ঘরে পা রাখতে চলেছে গদর ২।

click me!

Recommended Stories