ছবি মুক্তি ১১ অগস্ট মুক্তি পাবে ‘গদর ২’। এদিকে ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে।
সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ২। ফলে ছবি ঘিরে সকলের উন্মাদনাই তুঙ্গে।
বর্তমানে চলছে ছবির প্রমোশন। এদিনে কিছুদিন পরই স্বাধীনতা দিবস। আবার এই ছবির ট্রেলার বলছে, ছবিতে মিলতে পারে দেশভক্তির কিছু ঝলক। এমন সময় ছবির প্রচার করতে সোজা ওয়াঘা বর্ডারে উপস্থিত হলেন গদর ২-র টিম।
সদ্য গদর ২-র প্রচারে ওয়াঘা বর্ডারে উপস্থিত সানি দেওল, আমিশা প্যাটেল-সহ আরও অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সকল ছবি। এবার স্বাধীনতা দিবসের ঠিক আগেই ওয়াঘা বর্ডারের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হলেন গদর ২-র টিম। জমিয়ে করলেন প্রচার।
সারা বছর প্রতিদিন এই ভারত-পাকিস্তান সীমান্তে বিশেষ রীতি মেনে দিনের শুরুতে পতাকা উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের সময় পতাকা নামিয়ে নেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠান দেখতে সারা বছর উপস্থিত হন শয় শয় ভারতবাসী। সেই অনুষ্ঠানে উপস্থিত হয় ছবির টিম।
সেখানে উপস্থিত ছিলেন গায়ক উদিত নারায়ণ। তিনি ছবিতে ম্যায় নিকলা গাড্ডি লেকে ও ঘর আজা পরদেশি গান দুটি গেয়েছেন। তিনিও এদিন ছবির প্রচারে এসে গান গেয়েছেন। এদিন উপস্থিত সকলে উদিত নারায়ণের গানে তাল মেলান।
সানি দেওল উপস্থিত হন গদর ছবির তারা সিং- র সাজে। আমিশাকেও দেখা যায় শাকিনার সাজে। গায়ক উদিত নারায়ণের পরণে ছিল সবুজ রঙের কোট। এদিন আবার ওয়াঘা বর্ডার ছাড়াও গিয়েছিলেন স্বর্ণ মন্দিরে। অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়ে প্রার্থনা করে আসেন তাঁরা। সঙ্গে ভক্তদের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
এদিকে ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। আপাতত ৭৬,০০০ টাকার টিকিট বিক্রি হল ওপেনিং ডে-তে। ছবিতে সানি দেওল ও আমিশা প্যাটেল থাকছেন ‘গদর ২’ ছবিতে। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা যাবে তাঁদের। এবার এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠতে চলেছে।
ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন। এবার ছবিতে তারা সিং ও সাকিনার প্রেম তো বটেই এবারের বাড়তি পাওনা তার সিং ও তাঁর ছেলের কেমিস্ট্রি।
১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। আর এই সিক্যুয়েল ছবিতে থাকছে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ এবং ‘উড় যা কলে’ গানটি। সব মিলিয়ে এক রাশ নতুনত্ব নিয়ে আসছে গজর ২ ছবিটি।