Friendship Day-তে বন্ধুদের সঙ্গে দেখতে পারেন এই ১০টি ছবির মধ্যে একটি, বন্ধুত্বের এক বিশেষ বার্তা রয়েছে ছবিতে

রাত পোহালেই ফ্রেন্ডশিপ ডে। এই দিন কীভাবে পালন করবেন তা অনেকেই ছকে ফেলেছেন। আবার কেউ কেউ এখনও ঠিক করে উঠতে পারেননি। বাড়িতে পার্টি করার পরিকল্পনা থাকলে সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন। রইল কয়টি ছবির কথা। বন্ধুত্বের এক বিশেষ বার্তা রয়েছে ছবিতে।

Sayanita Chakraborty | Published : Aug 5, 2023 3:54 PM
110

স্টুডেন্ট অফ দ্য ইয়ার

২০১২ সালে মুক্তি পায় করণ জোহর পরিচালিত ও প্রযোজিত স্টুডেন্ট অফ দ্য ইয়ার। আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান ডেবিউ করেছিলেন এই ছবি দিয়ে। ছবিটি সুপার ডুপার হিট করে। এই সাফল্যের রেশ ধরে পরে তৈরি হয় সিক্যুয়েল ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২। তবে, এই ছবিটি সেভাবে সফল হয়নি।

210

কুছ কুছ হোতা হ্যায়

করণ জোহর পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায়। ছবিটি সে সময় ব্যাপক সফল হয়েছিল। সেই সাফল্যে রেশ আজও রয়েছে বক্স অফিসে। কলেজ লাইফ, সে সময়ের বন্ধুত্ব ও প্রেম তুলে ধরা হয়েছিল ছবিতে। ছবিটি আজও মনে রেখেছেন দর্শকেরা।

310

ছিঁচোড়ে

সুশান্ত সিং রাজপুত থেকে শ্রদ্ধা কাপুরের অভিনয় মুগ্ধ করেছিল সকলকে। ২০১৯ সালে মুক্তি পায় কমেডি ড্রামা এই ছবিটি। বেশ কয়টি বন্ধুর জীবন নিয়ে তৈরি ছবি। ছবিতে তাঁদের কলেজের দিন ও সে সময়ের বন্ধুত্ব বিশেষ ভাবে তুলে ধরা হয়।

410

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি

ফ্রেন্ডশিপ ডে-তে দেখার জন্য আরও একটি উল্লেখযোগ্য ছবি হল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। প্রেম ও বন্ধুত্বের এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছিল ছবিটি। ইয়ং জেনারেশনের মানসিকতা উঠে এসেছিল ছবিতে। প্রেম, ইমোশন, রোম্যান্স, কেরিয়ার- এই সব বিষয়গুলো সুন্দর ভাবে ফুটে উঠেছিল। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোণ, আদিত্য রায় কাপুর ও কাল্কিকে দেখা গিয়েছিল ছবির প্রধান চরিত্রে।

510

থ্রি ইডিয়ট

আমির খান, আর মাধবন, শরমন জোশি অভিনীত থ্রি ইডিয়ট দেখেননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল থ্রি ইডিয়ট। কিন্তু, এখন সেটি হিট বলিউড ছবির তালিকায় আছে। এই বিশেষ দিনে থ্রি ইডিয়ট ছবিটি দেখতে পারেন।

610

সোনু কে টিটু কি ওয়েডিং

সোনু কে টিটু কি ওয়েডিং ছবিটিও বন্ধুরত্বের বিশেষ বার্তা দিয়েছিল। দুই বন্ধুর কেমিস্ট্রি উঠে এসেছিল ছবিতে। তার মধ্যে বিশেষ পাওনা সোনু ও টিটুর প্রেম।

710

জিন্দেগি না মিলেগি দুবারা

২০১১ সালে মুক্তি পায় জিন্দেগি না মিলেগি দুবারা। এই ছবিটিও বেশ হিট করেছিল। হৃতিক, ফারহান আখতার, অভয় দেওলের এই ছবিটি বেশ হিট করেছিল।

810

রক অন

রক অন ছবিটিও বেশ হিট করেছিলেন। ছবি শুধু গানের ব্যান্ড নয়, সঙ্গে বন্ধুদের কাহিনি নিয়ে তৈরি। এই ছবিটি ব্যাপক বিট করেছিল। ছবিটি এতটা হিট করেছিল যে পরে তৈরি হয় সিক্যুয়েল ছবি। যাও সে সময় হিট করেছিল।

910

ভিরে দি ওয়েডিং

২০১৬ সালে মুক্তি পায় ভিরে দি ওয়েডিং। চার বন্ধুর গল্প নিয়ে তৈরি এই ছবি। সোনম কাপুর, করিনা কাপুর, স্বরা ভাস্বর, শিখা তালসানিয়া আছেন প্রধান চরিত্রে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। তবে পাকিস্তানে নিষিদ্ধ ভিরে দি ওয়েডিং।

1010

মুন্নাভাই এমবিবি এস

দেখতে পারেন মুন্নাভাই এমবিবি এস। মুন্নাভাই এমবিবি এস ছবিটিও বেশ হিট করেছিল। এই ছবিটি দেখতে পারেন এই দিন। মুন্নাভাই এমবিবি এস ছবিটি এই দিন দেখতে পারেন। তাই দেরি না করে ছবির পরিকল্পনা করে নিন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos