ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
ফ্রেন্ডশিপ ডে-তে দেখার জন্য আরও একটি উল্লেখযোগ্য ছবি হল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। প্রেম ও বন্ধুত্বের এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছিল ছবিটি। ইয়ং জেনারেশনের মানসিকতা উঠে এসেছিল ছবিতে। প্রেম, ইমোশন, রোম্যান্স, কেরিয়ার- এই সব বিষয়গুলো সুন্দর ভাবে ফুটে উঠেছিল। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোণ, আদিত্য রায় কাপুর ও কাল্কিকে দেখা গিয়েছিল ছবির প্রধান চরিত্রে।