আজ তো KK জন্মদিন বা মৃত্যু দিন নয়! তাহলে কে গুগল ডুডল স্মরণ করছে প্রয়াত রোমন্টিক গায়ককে- রইল অবাক করা তথ্য

প্রয়াত সঙ্গীত শিল্পি কেকে-কে স্মরণ করেছে গুগল ডুডল। কিন্তু কেন? কারণ জানলে অবাক হবেন আপনিও।

 

কৃষ্ণকুমার কুন্নাথ, যদিও সকলেই তাঁকে চেনে কেকে নামে। আজ গুগল ডুডল প্রয়াত রোমান্টিক গায়ককে স্মরণ করেছে। কিন্তু গুগল ডুডল কেন এই দিনটি বেছে নিল অনেকের প্রিয় গয়ককে শ্রদ্ধা জানাতে। রইল কেকে সম্পর্কে সেরা ১০টি তথ্য।

১। KK, এই নামেই সকলেই তাঁকে চেনেন। দিল্লিতে জন্ম। সেখানেই বেড়ে ওঠা। ১৯৬৮ সালের ২৪ আগস্ট জন্ম। মাত্র ৫৩ বছরে ৩১ মে ২০২২ সালে কলকাতায় গান গাইতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

Latest Videos

২। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ওড়িয়া, বাংলা ও গুজরাটি ভাষায় গান গেয়েছেন কেকে।

৩। বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়েই কেরিয়ার শুরু করেছিলেন কেকে।

৪। হিন্দি ছবিতে একক আত্মপ্রকাশ সঞ্জয়লীলা বনসালীর হাত ধরে। প্রথম গানেই মাৎ করে দিয়েছিল কেকে।

৫। 'হাম দিল দে চুকে সনম' ছবিতে 'তড়প তড়প কে' গান গেয়েছিলেন। লিপ ছিল সলমন থানের। সালটা ১৯৯৯।

৬। দশ, ওম শান্তি ওম, হামরাজ, পরদেশি, বাচনা অ্যয় হাসিনো-র মত ছবিতে গান গেয়েছেন।

৭। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান বাচনা অ্যায় হাসিনো ছবির 'গড নোজ' গানের। ও 'তড়প তড়প কে' গানের জন্য।

৮। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজে পড়াশুনা। অল্প দিনের জন্য তিনি মার্কেটিংএর কাজও করছেন। পড়াশুনার পাশাপাশি গানের চর্চাও ছিল।

৯। ভারতের সর্বকালের সেরা রোমান্টির গায়কদের মধ্যে অন্যতম কেকে। ১৯৯৬ সালে এই দিনেই তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবেই আত্মপ্রকাশ করেন। সেই কারণে কেকে-কে আজ স্মরণ করেছে গুগল ডুডল।

১০। কেকে গুলজারের হাত ধরেই প্রথম প্লেব্যাক করেন। 'ছোড় আয়ে হাম' ছিল তাঁর প্রথম গান। ছবির নাম 'মাচিস'। এই গানে তাঁর সঙ্গে ছিল ছবির সঙ্গীত পরিচালক বিশাল ভরদ্বাজ। ছিলেন আরও অনেকে। কিন্তু এই গানেই নিজের জাত চিনিয়েছিলেন কেকে। এই গানের তিন বছর পর তিনি সুযোগ পান সঞ্জয়লীলা বনসালীর ক্যাম্পে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কেকে-কে। 

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি