গুলিবিদ্ধ হওয়ার পর ফের অসুস্থ গোবিন্দা, ভোট প্রচার থেকে ফিরে এলেন, কী হয়েছে অভিনেতার

Published : Nov 17, 2024, 04:21 PM ISTUpdated : Nov 17, 2024, 04:22 PM IST
govinda health update chest pain admitted in hospital

সংক্ষিপ্ত

অভিনেতা গোবিন্দা ভোট প্রচারের সময় অসুস্থ হয়ে পড়েন। মহারাষ্ট্রের জলগাঁও এলাকায় প্রচারের সময় হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে মুম্বই ফিরে আসতে হয়। কিছুদিন আগেই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

অক্টোবরের শুরুতে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন গোবিন্দা। বেশ কয়েকদিন হাসপাতালে ছিলেন তিনি। সে সময় গুলিবিদ্ধ হয়েছিলেন অভিনেতা। তাঁর নিজের বন্ধুক থেকেই গুলি বেরিয়ে যায় অসাবধানতার কারণে। হাসপাতালে ভর্তি হয়েছিল। পায়ে লেগেছিল গুলি। অধিক রক্তক্ষরণ হয়েছিল বলে খবর। সে সময় আইসিইউ-তে ছিলেন অভিনেতা।

সেই অসুস্থতার মাস ঘুরতে না ঘুরতেই ফের অসুস্থ হয়ে পড়লেন গোবিন্দা। জানা গিয়েছে, মহারাষ্ট্রের জলগাঁও এলাকায় ভোটপ্রচারে গিয়েছিলেন অভিনেতা। আচমকা অসুস্থ বোধ করেন। মাঝ পথে প্রচার ছেড়ে বেরিয়া আসেন। হঠাৎ বুকে ব্যথা হয়েছিল তাঁর।

২০ নভেম্বর মহারাষ্ট্রে নির্বাচন। হাতে আর সময় নেই বললেই চলে। তাই জোড় কদমে চলছে প্রচার। এক সময় কংগ্রেস পার্টির সদস্য হলেও বর্তমানে শিবসেনার সদস্য গোবিন্দা। জানা গিয়েছে, ভোটের প্রচারে একটি রোড শো করছিলেন। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে শো ছেড়ে বেরিয়ে আসতে হয়। হেলিকপ্টারে করে মুম্বই ফিরে আসেন। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, অভিনেতাকে অসুস্থ অবস্থাতেই মুম্বই আনায় হয়। তবে, আজ কেমন আছেন অভিনেতা তা জানা যায়নি।

সব মিলিয়ে খবরে অভিনেতা। এবার কোনও কাজ নয় বরং অসুস্থতার খবরে প্রকাশ্যে এলেন গোবিন্দা। সদ্য তাঁর অসুস্থতার খবর এল প্রকাশ্যে। কিন্তু, ঠিক করে এখনও এই বিষয় কবর মেলেনি। সবই এখন প্রশ্ন চিহ্ন। তবে,ভোট প্রতারে গিয়ে অসুস্থ হলেন অভিনেতা। যে কারণে খবরের শিরানামে তিনি।

এদিকে এক সময় সেরা অভিনেতা হিসেবে গোবিন্দ বহু ছবিকে অভিনয় করেন। কম বেশি সকল হয়েছিল সেই সকল ছবিগুলো

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?