৩০-শে পা আলিয়ার, মা হওয়ার পর রাহার সঙ্গে প্রথম জন্মদিন, কীভাবে সেলিব্রেট করছেন রণবীর ঘরনি

Published : Mar 15, 2023, 02:13 PM IST
Is Alia Bhatt Pregnant Again

সংক্ষিপ্ত

মা হওয়ার পর এটাই তার প্রথম জন্মদিন। বয়স যে ৩০-এর কোটায়, তা দেখে বোঝার উপায় নেই। স্বামী রণবীর ও রাহাকে নিয়ে কাটছে অভিনেত্রীর সময়।  প্রথমবার ৩০ বছর বয়সে মা হিসেবে জন্মদিন পালন করতে চলেছেন আলিয়া ভাট।

মা হওয়ার পর এটাই তার প্রথম জন্মদিন। জীবনের ২৯ টা বসন্ত পেরিয়ে ৩০-শে পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সকাল থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে নেটদুনিয়ার পাতা। বলিউডের নতুন মা আলিয়ার কাছে তাই এবছরের জন্মদিনটা বড্ড বেশি স্পেশ্যাল। মেয়ে রাহার সঙ্গে চলতি বছরের জন্মদিনটা সেলিব্রেট করবেন আলিয়া ভাট। ইতিমধ্যেই মা হওয়ার পর শরীরে বেবিফ্যাট ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন আলিয়া ভাট। অভিনেত্রীর ত্বকের জেল্লা যেন মা হওয়ার পর দ্বিগুণ বেড়ে গিয়েছে। বয়স যে ৩০-এর কোটায়, তা দেখে বোঝার উপায় নেই। স্বামী রণবীর ও রাহাকে নিয়ে কাটছে অভিনেত্রীর সময়। এবং প্রথমবার ৩০ বছর বয়সে মা হিসেবে জন্মদিন পালন করতে চলেছেন আলিয়া ভাট।

২০২২ সালে চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের। ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হয়েছিল রণবীর -আলিয়ার। দুই পরিবার ও ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষদের নিয়েই সাতপাকে আবদ্ধ হন তারকা জুটি। বিয়ের সাত মাসের মধ্যে মা হয়ে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। মাত্র ২৯ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন আলিয়া ভাট। আলিয়া ও রণবীরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। দক্ষ অভিনেত্রীর পাশাপাশি একজন দায়িত্বশীল মাও আলিয়া ভাট, ইতিমধ্যেই তা অকপটে স্বীকার করেছেন রণবীর কাপুর।

 

 

দাপুটে অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই বি-টাউনে নিজের ছাপ রেখেছেন মহেশ কন্যা আলিয়া ভাট। অল্প বয়সেই বি-টাউনে নিজের জায়গা করে ফেলেছেন আলিয়া ভাট, তবে বাবা পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের অভিনয় দক্ষতা দিয়েই নিজের জায়গা ধরে রেখেছেন আলিয়া ভাট। সর্বদাই শিরোনামে থাকেন বলি নায়িকা। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে আলিয়ার নিখুঁত অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। ছবির সাফল্যে তিনি যেন কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। ছবি মুক্তির দিন থেকেই বিতর্ক, সমালোচনা লেগেই রয়েছে ছবিকে ঘিরে। তবে এককথায় বলতে গেলে সমস্ত সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছে বনশালির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। গোটা ছবিতে আলিয়াকে যতবার দেখছে ততবারই যেন নতুন করে প্রেমে পড়েছে দর্শক । মেয়েকে সময় দিতেই বেশি ব্যস্ত নতুন মা। এই মুহূর্তে রালিয়ার একরত্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। যদিও খুদের ছবি এখনও প্রকাশ্যে আনেননি রণবীর-আলিয়া। আপাতত মেয়ে রাহাকে নিয়েই সময় কাটছে আলিয়ার। মেয়েকে সামলানোর পাশাপাশি কাজও শুরু করে দিয়েছেন আলিয়া ভাট। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী ছবির শুটিংও শুরু করে দিয়েছেন আলিয়া ভাট। দিনকয়েক আগেই রকি অউর রানি কি প্রেমকাহিনির শুটিংয়ে কাশ্মীরে উড়ে গেছিলেন আলিয়া ভাট। তবে মেয়ে রাহাক সঙ্গে নিয়ে গিয়েছিলেন আলিয়া ভাট। এছাড়াও হলিউড ছবি হার্ট অফ স্টোন-এর জন্য লন্ডন উড়ে গেছেন অভিনেত্রী, সেখানেও তার সঙ্গে রয়েছেন রণবীর ও রাহা।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?