৬৬-তেও সুপারফিট'মি.ইন্ডিয়া', কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন অনিল কাপুর

৬৬পা দিলেন বলিউডের মি. ইন্ডিয়া। সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল। এই বয়সে এসেও নিজের ফিটনেস নিয়ে সচেতন অনিল কাপুর। কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন মি.ইন্ডিয়া , জানলে চমকে যাবেন।

Web Desk - ANB | Published : Dec 24, 2022 5:16 AM IST
18

৬৫ বছর বেরিয়ে ৬৬-তে পা দিলেন বলিউডের মি. ইন্ডিয়া। সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল। এই বয়সে এসেও নিজের ফিটনেস নিয়ে সচেতন অনিল। 

28

কোথা থেকে এই বয়সে এত এনার্জি পান তা নিয়ে সবারই যেন কৌতুহলের শেষ নেই। ফিটনেসপ্রেমী এই অভিনেতার জন্মদিনে বিশেষ প্ল্যানটি জানতে সবাই আগ্রহী। বয়স যেন কেবলই একটা সংখ্যামাত্র। এই বয়সে এসে তিনি যেন আবারও প্রমাণ করে দিলেন।  

38

সিনিয়র সিটিজেনের তালিকায় পরলেও মনের দিক থেকে ২১-এর যুবককেও হার মানাতে তিনি প্রস্তুত। গতকাল রাত থেকেই জন্মদিনের আনন্দে মেতেছেন মি.ইন্ডিয়া। পরিবারের সকলের সঙ্গে  জন্মদিন উদযাপন করেছেন অনিল কাপুর। গত আগস্টেই দাদু হয়েছেন অনিল কাপুর। এখন পুরো সময়টাই কাটছে নাতির সঙ্গে।

48

পাপা অনিলকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোনম।  ছবিতে বাবার কোলও ছেলের অদেখা ছবি শেয়ার করেছেন। বায়ুকে কোলে নিয়ে রয়েছেন সোনম। তবে রেড হার্ট ইমোজি দিয়ে আড়াল করে ঢেকে রেখেছেন।

58

 'কফি উইফ করণ'-এ হাজির হয়েছিলেন অভিনেতা অনিল কাপুর ও বরুণ ধাওয়ান। নায়ক-নায়িকাদের হাঁড়ির খবর করণের চেয়ে ভাল আর কেউ জানে না। তাও আবার ক্যামেরার সামনে সবটা যেন বের করে নিতে চান করণ জোহর। আবার'কফি উইফ করণ'-এর শো মানেই সেলেবদের সেক্স লাইফ নিয়ে চর্চা। আর সেটা সকলেই এতদিনে জেনে গেছেন। 

68

করণ-এর শো-তে ইতিমধ্যেই একাধিক তারকার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এবং করণ জোহরও সবসময়েই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। তার মধ্যে যৌনজীবন ও সম্পর্কই বেশি প্রাধান্য পায়। এবার পালা অনিল কাপুরের। 

78

সদ্যই দাদু হয়েছেন অনিল কাপুর। শুরুতেই করণ জোহর অনিলকে প্রশ্ন করেন তার তারুণ্যের রহস্যটা কী। যার জবাবে অভিনেতা বলেন, সেক্স সেক্স সেক্স।

88

 এই সেক্স করেই নাকি যৌবন ধরে রেখেছেন অনিল কাপুর। যা শুনেই চক্ষু ছানাবড়া হয়েছে বরুণ ধাওয়ানের। তবে তারপরেই অনিল বলে দেন , পুরোটাই স্ক্রিপ্টেড। 

Share this Photo Gallery
click me!

Latest Videos