প্রকাশ্যেই একে অপরকে আদর করেছি, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন জাহ্নবী

Published : Dec 24, 2022, 09:20 AM IST

 নেটপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা ইতিমধ্যেই জুড়ে গিয়েছে জাহ্নবীর সঙ্গে। পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এবার প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে অকপট জাহ্নবী। 

PREV
110

এই কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে  থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী। 

210

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ইদানিং মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে আসছেন। নেটিজেনরা বলছেন মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি  আজ প্রতিষ্ঠিত। 

310


মেয়ে নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে জায়গা করুক তেমনটাই চেয়েছিলেন বাবা বনি। তাই প্রথম থেকেই নিজের পরিচালিত কোনও ছবিতে নেননি জাহ্নবীকে।  জাহ্নবীও নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এবং টাকার জন্য প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন।

410

মাত্র ৬ টি ছবি করেই রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন জাহ্নবী কাপুর। এমনকী ক্রিসমাসের আগে কোন তারকাকে কী উপহার পাঠাতে চান সেই ইচ্ছাও প্রকাশ করেছেন জাহ্নবী। তবে প্রেম নিয়ে স্পিকটি নট জাহ্নবী কাপুর।
 

510


প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন এই প্রশ্ন জিজ্ঞাসা করতেই লজ্জায় লাল হয়ে উঠেছেন জাহ্নবী কাপুর। তবে তারপরই একটু থেমে সাংবাদিকদের অবাক করে জাহ্নবী বলেন, হ্যাঁ প্রকাশ্যে আমরা একে অপরকে আদর করেছি।
 

610

তবে কার সঙ্গে প্রেম করেছেন জাহ্নবী সেই প্রসঙ্গেও নায়িকা সাফ বলেন, একটা সময় সাংবাদিক, আলোকচিত্রী সকলকেই এড়িয়ে চলতাম। এমনও হয়েছে যে কখনও কখনও গাড়ির ডিকিতেও লুকিয়ে  পড়েছি ক্যামেরা লুকাতে। আসলে যশ-খ্যাতি স্বাধীন জীবনে বাঁধা হয়ে দাড়াক এমনটা চাননি। ছোটবেলার বন্ধু অক্ষতের সঙ্গেই ঘনিষ্ঠ হয়েছিলেন জাহ্নবী।

710


জাহ্নবী জানান, অক্ষত রাজনের সঙ্গে আমার বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। কিছুদিনের মধ্যেই আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসি। এখন আমার বোন খুশি ওর সঙ্গে প্রেম করে। যদিও প্রথমে আমরা বন্ধু, তারপর সবকিছু।

810


বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। এই কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে  থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী। ফের প্রাক্তন প্রেমিক শিখরের সঙ্গে দেখা গেল জাহ্নবীকে। 
 

910

দিনকয়েক আগেই দিল্লির এক অনুষ্ঠানে শিখর পাহারিয়ার সঙ্গে দেখা গেছে জাহ্নবীকে। ভিডিও ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে। প্রাক্তনের পাশে অন্তরঙ্গ মুহূর্তে বেশ হাসিমুখেই দেখা গিয়েছে জাহ্নবীকে। তারপর থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।
 

1010

প্রাক্তন প্রেমিক শিখরের সঙ্গে দেখার পর থেকে একে অপরকে ডেট করার জল্পনা শুরু হয়েছে। বেইজ রঙের স্ট্যাপলেস শর্ট ড্রেসের সঙ্গে গায়ে ওভারকোট জড়িয়ে দেখা গেল জাহ্নবীকে। খোলা চুলে লাস্যময়ীকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। দুজনকে একসঙ্গে দেখেই ডেটিংয়ের জল্পনা বাড়ছে।
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories