তবে কার সঙ্গে প্রেম করেছেন জাহ্নবী সেই প্রসঙ্গেও নায়িকা সাফ বলেন, একটা সময় সাংবাদিক, আলোকচিত্রী সকলকেই এড়িয়ে চলতাম। এমনও হয়েছে যে কখনও কখনও গাড়ির ডিকিতেও লুকিয়ে পড়েছি ক্যামেরা লুকাতে। আসলে যশ-খ্যাতি স্বাধীন জীবনে বাঁধা হয়ে দাড়াক এমনটা চাননি। ছোটবেলার বন্ধু অক্ষতের সঙ্গেই ঘনিষ্ঠ হয়েছিলেন জাহ্নবী।