হাফ সেঞ্চুরির দোরগোড়ায় হৃত্বিক, ৪৯-এর জন্মদিনে কী চমক দিলেন বলিউডের 'গ্রিক গড'

৪৯-এ পা দিলেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। বলিউডের গ্রিক গডকে শুভেচ্ছা জানাতে কমেন্টে ভরে গিয়েছে নেটদুনিয়া। হাফ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে বলিউড অভিনেতা হৃত্বিক।

বয়স প্রায় ৫০-এর কোটায়। জীবনের ৪৮ টি বসন্ত পেরিয়ে ৪৯-এ পা দিলেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। বলিউডের গ্রিক গডকে শুভেচ্ছা জানাতে কমেন্টে ভরে গিয়েছে নেটদুনিয়া। হাফ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে বলিউড অভিনেতা হৃত্বিক। এই বয়সে এসেও প্রেম নিয়ে শিরোনামে রয়েছেন হৃত্বিক রোশন।

হৃত্বিক মানেই টানটান উত্তেজনা। প্রতি বারের জন্মদিনেই কোনও না কোনও বড় চমক নিয়ে হাজির হন অভিনেতা। গত বছর জন্মদিনেও চারপেয়ে সন্তান মোগলিকে তার পরিবারে স্বাগত জানিয়েছিলেন হৃত্বিক। পরিবারের নয়া সদস্যর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা। তবে এবারের জন্মদিনের চমক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। ৫০-এর কোটায় দাঁড়িয়ে দুই সন্তানের বাবা হয়েও হাঁটুর বয়সী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে বারেবারে শিরোনামে উঠে আসেন হৃত্বিক রোশন। অন্যদিকে সুজানের সঙ্গে বিচ্ছেদের পর সুসম্পর্ক, এবং হাজারো ব্যস্ততার মধ্যেও পরিবার ও সন্তানদের সময় দেওয়া এগুলি বেশ নিয়ম করেই করে চলেছেন হৃত্বিক রোশন।

Latest Videos

 

 

হৃত্বিক রোশন মানেই টানটান উত্তেজনা। নিজেই যেমন সুপারস্টার ঠিক তেমনই আবার সুপারহিরো। একটার সঙ্গে অপরটা যেন ওতপ্রোত ভাবে জড়িত। বলিউডের 'গ্রিক গড' হৃত্বিক রোশন যেন সকলের চেয়ে আলাদা। ফিটনেস ফ্রিক অভিনেতা প্রতিদিনের রোজনামচা জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। তবে ফিটনেস নিয়ে কখনওই আপোস করেন না অভিনেতা। তবে জিমে গিয়ে ঘাম ঝরানো শুধু নয়, এই বয়সেও এইট প্যাক অ্যাব ধরে রাখাটাও সকলের কাছে দৃষ্টান্ত। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ হৃত্বিক। ভক্তদের বিনোদন জোগাতে তিনি সকলের থেকে একধাপ এগিয়ে রয়েছেন। এবারও তেমনটাই করেছেন। দীর্ঘদিন ধরেই প্রচুর সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন হৃত্বিক রোশন। তবে সেগুলো নিয়ে কোনওদিনই মুখ খোলেন না বলিউডের 'গ্রিক গড'। বরং সকলের আড়ালেই এগুলোকে রাখতে পছন্দ করেন অভিনেতা। ২০০০ সালে 'কহো না প্যায়ার হ্যায়' ছবিতে বলিউডে অভিষেক হয়েছিল হৃতিকের। সেখান থেকে শুরু করে ২০ বছর পার করে ফেললেন হৃতিক। শিশুশিল্পী হিসেবে নিজের যাত্রা শুরু করে বলিউডে আজ সুপ্রতিষ্ঠিত অভিনেতা হৃতিক।একের পর এক হিট ছবি দিয়ে তিনি বি-টাউনে বাজিমাত করে রেখেছেন। রাকেশ রোশনের পুত্র হিসেবে নয়, নিজের অভিনয় দক্ষতা নিয়েও তিনি বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। চরিত্র নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করেছে অভিনেতা। তার প্রমাণ প্রত্যেকেই পেয়েছেন।

আরও পড়ুন-

বিশ্বসুন্দরী ঐশ্বর্যকে নিশানা করেই জীবনের চরম সর্বনাশ ডেকে এনেছিলেন হৃত্বিক, পরিণতি ভয়ঙ্কর

গার্লফ্রেন্ড সাবা আজাদের সঙ্গে এবার লিভ-ইনে থাকতে চলেছেন হৃত্বিক রোশন, কিনলেন ১০০ কোটির বিলাসবহুল বাড়ি

'বিক্রম বেদা' এর হতাশাজনক ফলাফল নিয়ে কী বলছেন হৃত্বিক রোশন?

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু