আসছে হেরা ফেরি ৩! কবে থেকে শুরু সিনেমার শুটিং? টিজার লঞ্চ ও রিলিজ ডেটের তাজা খবর জেনে নিন

Published : May 13, 2025, 08:17 AM IST
আসছে হেরা ফেরি ৩! কবে থেকে শুরু  সিনেমার শুটিং? টিজার লঞ্চ ও রিলিজ ডেটের তাজা খবর জেনে নিন

সংক্ষিপ্ত

হেরা ফেরি ৩ আপডেট: অক্ষয় কুমারের নতুন সিনেমা হেরা ফেরি ৩ নিয়ে নতুন আপডেট। পরেশ রাওয়াল জানালেন কবে শুরু হবে শুটিং। ২০২৬ সালে রিলিজ হবে মুভি… 

অক্ষয় কুমারের হেরা ফেরি ৩: অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের সিনেমা হেরা ফেরি ৩ (Hera Pheri 3) অনেক দিন ধরেই চর্চায়। সিনেমা নিয়ে নানা খবর মাঝেমধ্যেই আসছে। ভক্তরাও সিনেমা রিলিজের অপেক্ষায়। এবার সিনেমা নিয়ে নতুন তথ্য সামনে এল। পরেশ রাওয়াল এক সাক্ষাৎকারে সিনেমা নিয়ে নতুন আপডেট দিয়েছেন। হেরা ফেরি ৩ কবে মেঝেতে নামবে, সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুটিং শুরু হওয়ার পরিকল্পনা আছে। তিনি জানান, প্রযোজনা সংস্থা এখন সিনেমা নিয়ে কাজ করছে। তবে, নির্মাতারা এখনও শুটিং নিয়ে কোনও আপডেট শেয়ার করেননি।

অক্ষয় কুমারের হেরা ফেরি ৩

অক্ষয় কুমারের সিনেমা হেরা ফেরি ৩ ঘোষণার পর থেকেই চর্চায়। সিনেমার টিজারও শুট করা হয়েছে, তবে এখনও প্রকাশ করা হয়নি। খবর, ২০২৫ সালের আইপিএল-এর সময় টিজার প্রকাশ করা হবে। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আইপিএল স্থগিত হওয়ায় হেরা ফেরি ৩-এর টিজারও স্থগিত হয়ে যায়। নির্মাতারা শীঘ্রই টিজার প্রকাশের তারিখ ঘোষণা করবেন। সিনেমাটি ২০২৬ সালে রিলিজ হবে।

ওয়েলকাম টু দ্য জঙ্গলের শুটিংয়ে ব্যস্ত অক্ষয়

পরেশ রাওয়াল সাক্ষাৎকারে অক্ষয় কুমারের সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গলের আপডেটও দিয়েছেন। তিনি জানান, ওয়েলকাম টু দ্য জঙ্গলের শুটিং এখনও শেষ হয়নি। তিনি আশা করছেন, জুলাই-আগস্টে শুটিং শেষ হতে পারে। পরেশ রাওয়াল এখন অক্ষয় কুমারের সাথে ভূত বাংলো সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমা ২০২৬ সালে মুক্তি পাবে।

হেরা ফেরি ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি

২০০০ সালে পরিচালক প্রিয়দর্শনের সিনেমা হেরা ফেরি মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে। ৭.৫ কোটি টাকা বাজেটের সিনেমাটি ২১.৪ কোটি টাকা আয় করে। এই সিনেমাটি মালয়ালম সিনেমা রামজি রাও স্পিকিং-এর রিমেক। এরপর ২০০৬ সালে ফির হেরা ফেরি মুক্তি পায়। এই সিনেমাটিও দুর্দান্ত ব্যবসা করে। ১৮ কোটি টাকা বাজেটের সিনেমাটি ৬৯.১২ কোটি টাকা আয় করে। দুটি সিনেমাই হিট হওয়ার পর নির্মাতারা এর তৃতীয় পর্ব তৈরির সিদ্ধান্ত নেন।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?