Indo-Pak War: পাকিস্তানের বিশ্বাসঘাতকতা প্রসঙ্গে আগেই সতর্ক করেছিলন মেজর সুবেদার, ভাইরাল হল ভিডিও

Published : May 12, 2025, 11:09 AM IST
India Pakistan

সংক্ষিপ্ত

Indo-Pak War: ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে 'Lakshya' ছবির মেজর সুবেদার চরিত্রে অভিনয় করা ওম পুরীর সংলাপ পাকিস্তানের বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। 

Indo-Pak War: ছবি তৈরিতে বাস্তব কাহিনির ওপর ভরসা করতে চান পরিচালক-প্রযোজকেরা। সে কারণে বহু ছবিতে উঠে আসে মৃত্যুরহস্য, কোনও স্বনামধন্য ব্যক্তির সাফল্য কিংবা অন্য কিছু। সঙ্গে দেখা যায় যুদ্ধের পরিস্থিতি। সদ্য ভাইরাল হল একটি ভিডিও। যেখানে উঠে এসেছে ভারত পাকিস্তান যুদ্ধের কাহিনি। এ যেন বাস্তব কাহিনি নিয়ে তৈরি ছবি।

এদিকে, ভারতীয় সিনেমায় দেশাত্মবোধক ছবি নেহাত কম নেই। বারবার ভারতের ওপর যে ধরনের আতঙ্কবাদের হামলা হয়েছে ততবার এই ধরনের ছবি তৈরি হয়েছে। এই তালিকায় আছে বহু ছবি। সেরকমই একটি ছবি হল Lakshya ছবি।

 

 

এই ছবিকে অভিনয় করেছিলন হৃতিক রোশন। সেই ছবিতেই পাকিস্তানের আসল চরিত্রে কী তা বহু বছন আগেই বলে দিয়েছিলেন আরেক অভিনেতা ওম পুরী। ওম সেই ছবিতে সুবেদার মেজরের ছবিতে অভিনয় করেছিলেন। তাঁকেই ছবির সংলাপে বলতে শোনা গিয়েছিল এমন কথা। তিনিই যেন বলে দিয়েছিলেন পাকিস্তান আসলে কী করতে পারে।

সদ্য ভাইরাল হল একটি ভিডিও। সেই ভিডিও-তে শোনা যাচ্ছে মেজর সুবেদারের মন্তব্য। তিনি বলেছিলেন, ‘ওই সব লোকজনদের আমি জানি। আমার অভিজ্ঞতা আছে ওদের নিয়ে। পাকিস্তান যদি হারে, তাহলে ওরা আবারও ফিরে আসে। যদি জিতে যাও, তাহলে তৎক্ষণাৎ সব কিছু ছেড়ে দেব না। সচেতন থাকবেন। আমার কথা মনে রাখবেন।’

গতকাল দেখা গেল ঠিক সেটাই হল। ভারত ও পাকিস্তানের যুদ্ধ নিয়ে ঠিক যেন তৈরি হয়েছে এমন পরিস্থিতি। তারপর থেকে ভাইরাল এই ভিডিও। অনেকে বলেছেন, এমনটা হবে যে, এটা তো ওম সাহেব আগেই বলে গিয়েছিলেন। আবার কেউ বলেলেন, সুবেদার মেজর সাহেব ঠিক ছিলেন, ঠিক থাকবেন। আবার কারও কথায় আমার কালকেই এই ছবির কথা মনে পড়ছিল।

এদিকে পেহলগাঁও-তে নিরীহ মানুষদের হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গীরা। সেই পাকিস্তানকেই যোগ্য জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুর দ্বারা পাকিস্তানের জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়া হয়। পাকিস্তান ছোঁড়ে একাধিক ড্রোন ও মিসাইল। সে সময় পাকিস্তানের দুটি J-17 এবং F-16 বিমানকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ট্র্যাফিক ডিফেন্স। এদিকে আবার পাকিস্তানের মোট ১৬টি শহরে আক্রমণ করে ভারতীয় সেনা। এই আবহে বালুচিস্তামের যোদ্ধারা পাকিস্তানি সেনার ওপর আক্রমণ চালায়। সব মিলিয়ে এখনও খবরে ভারত পাকিস্তান সম্পর্ক। 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?