
Indo-Pak War: ছবি তৈরিতে বাস্তব কাহিনির ওপর ভরসা করতে চান পরিচালক-প্রযোজকেরা। সে কারণে বহু ছবিতে উঠে আসে মৃত্যুরহস্য, কোনও স্বনামধন্য ব্যক্তির সাফল্য কিংবা অন্য কিছু। সঙ্গে দেখা যায় যুদ্ধের পরিস্থিতি। সদ্য ভাইরাল হল একটি ভিডিও। যেখানে উঠে এসেছে ভারত পাকিস্তান যুদ্ধের কাহিনি। এ যেন বাস্তব কাহিনি নিয়ে তৈরি ছবি।
এদিকে, ভারতীয় সিনেমায় দেশাত্মবোধক ছবি নেহাত কম নেই। বারবার ভারতের ওপর যে ধরনের আতঙ্কবাদের হামলা হয়েছে ততবার এই ধরনের ছবি তৈরি হয়েছে। এই তালিকায় আছে বহু ছবি। সেরকমই একটি ছবি হল Lakshya ছবি।
এই ছবিকে অভিনয় করেছিলন হৃতিক রোশন। সেই ছবিতেই পাকিস্তানের আসল চরিত্রে কী তা বহু বছন আগেই বলে দিয়েছিলেন আরেক অভিনেতা ওম পুরী। ওম সেই ছবিতে সুবেদার মেজরের ছবিতে অভিনয় করেছিলেন। তাঁকেই ছবির সংলাপে বলতে শোনা গিয়েছিল এমন কথা। তিনিই যেন বলে দিয়েছিলেন পাকিস্তান আসলে কী করতে পারে।
সদ্য ভাইরাল হল একটি ভিডিও। সেই ভিডিও-তে শোনা যাচ্ছে মেজর সুবেদারের মন্তব্য। তিনি বলেছিলেন, ‘ওই সব লোকজনদের আমি জানি। আমার অভিজ্ঞতা আছে ওদের নিয়ে। পাকিস্তান যদি হারে, তাহলে ওরা আবারও ফিরে আসে। যদি জিতে যাও, তাহলে তৎক্ষণাৎ সব কিছু ছেড়ে দেব না। সচেতন থাকবেন। আমার কথা মনে রাখবেন।’
গতকাল দেখা গেল ঠিক সেটাই হল। ভারত ও পাকিস্তানের যুদ্ধ নিয়ে ঠিক যেন তৈরি হয়েছে এমন পরিস্থিতি। তারপর থেকে ভাইরাল এই ভিডিও। অনেকে বলেছেন, এমনটা হবে যে, এটা তো ওম সাহেব আগেই বলে গিয়েছিলেন। আবার কেউ বলেলেন, সুবেদার মেজর সাহেব ঠিক ছিলেন, ঠিক থাকবেন। আবার কারও কথায় আমার কালকেই এই ছবির কথা মনে পড়ছিল।
এদিকে পেহলগাঁও-তে নিরীহ মানুষদের হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গীরা। সেই পাকিস্তানকেই যোগ্য জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুর দ্বারা পাকিস্তানের জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়া হয়। পাকিস্তান ছোঁড়ে একাধিক ড্রোন ও মিসাইল। সে সময় পাকিস্তানের দুটি J-17 এবং F-16 বিমানকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ট্র্যাফিক ডিফেন্স। এদিকে আবার পাকিস্তানের মোট ১৬টি শহরে আক্রমণ করে ভারতীয় সেনা। এই আবহে বালুচিস্তামের যোদ্ধারা পাকিস্তানি সেনার ওপর আক্রমণ চালায়। সব মিলিয়ে এখনও খবরে ভারত পাকিস্তান সম্পর্ক।