'যে মেয়েটার সঙ্গে যাচ্ছেন তার সঙ্গেই ফিরবেন? জানতে চায় সহকারী,' বহুগামিতা নিয়ে অকপট হানি সিং

তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ইয়ো ইয়ো হানি সিং। এই র‍্যাপার নিজের বিষয়ে সোজাসাপটা কথা বলেন। ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও অকপট হানি।

আসল নাম বলে কোনও মেয়ের সঙ্গে আলাপ করেন না! এমনই জানিয়েছেন জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। তিনি আরও জানিয়েছেন, ভারতীয় মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াতে চান না। এক আলাপচারিতায় ব্যক্তিগত জীবন নিয়ে অকপট হানি। তিনি বলেছেন, ‘আমি পাগলের মতো অনেক কাণ্ড করেছি। আমি অনেক দুঃসাহসিক কাজ করেছি। আমি জীবনে এমন অনেক কাজ করেছি, যা চরম। আমি একটা সম্পর্কে আছি। আমি কাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছি, তার উপর সম্পর্ক নির্ভর করে। ভারতীয় সেলিব্রিটি হিসেবে আমার খুব সমস্যা হয়। কারণ, একজন ভারতীয় মেয়ের সঙ্গে ডেট করতে পারি না। আমি যে ভারতীয় মেয়ের সঙ্গে ডেটে যাব, ও আমাকে একরকমভাবে চেনে। আমি যেখানেই যাই না কেন, এই ব্যাপারটা বদলায় না। মেয়েটা আমাকে পছন্দ করে না আমার বিলাসবহুল জীবন পছন্দ করে আমি জানি না।’

ভুয়ো নাম বলে সম্পর্কে জড়ান হানি!

Latest Videos

নিজের জীবনে বহুগহামিতার বিষয়েও অকপট হানি। তিনি জানিয়েছেন, 'আমি যখন কোনও মেয়ের দিকে এগিয়ে যাই, তখন দেখে নিই সেই মেয়েটা আমাকে চেনে কি না। আমি অনেকবার এটা করে দেখেছি এবং সফলও হয়েছি। আমি অনেক মাস ধরে সম্পর্কে থাকার পর নিজের আসল পরিচয় দিই। এর জন্য আমার একটা গোপন নাম আছে। এই নাম হল মাহির।'

বহুগামিতায় অভ্যস্ত হানি

একসঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার বিষয়ে হানি জানিয়েছেন, ‘আমি বাইরে কোথাও ডেটে গেলে আমার ব্যক্তিগত সহকারী শুভম গুপ্তা আমাকে জিজ্ঞাসা করে, ঠিক কোন মেয়েটার জন্য বোর্ডিং পাস ও টিকিট বুক করব? যে মেয়েটার সঙ্গে যাচ্ছেন, তার সঙ্গেই কি ফিরবেন, না কি অন্য কেউ থাকবে?’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

২০২৪ সালে সবথেকে বেশি গুগল সার্চ হয়েছে এই নায়িকার নাম, জানলে চোখ কপালে উঠবে

প্রেগনেন্ট হয়ে পড়েছেন সামান্থা? একাধিক ছবি ভাইরাল, মাথায় হাত ভক্তদের! আসল খবরটা কী?

লাল ভেলভেট গাউনে নজর কাড়লেন জাহ্নবী কাপুর, তাঁর লুক ভাইরাল নেট দুনিয়ায়, রইল ছবি

Share this article
click me!

Latest Videos

বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram
কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন | Kultali Tiger Video