২৫ বছরে সব শেষ, প্রয়াত বিপুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রেডিও মির্চির আর জে

মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রেডিও মির্চির আরজে সিমরন সিং। তাঁর আকস্মিক মৃত্যু রহস্য ঘনিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত হলে জনপ্রিয় ইনফ্লুয়েন্সাপ রেডিও মির্চির আর জে সিমরন সিং। তাঁর মৃত্যু নিয়ে ক্রমে রহস্য দানা বাঁধছে। অল্প বয়সে বিপুল খ্যাতি পেয়েছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রেডিও মির্চির আর জে সিমরন সিং। কয়েক লক্ষ তাঁর ফলোয়ার। এত খ্যাতি আর সাফল্য সত্ত্বেও কেন আত্মহত্যা করলেন আর জে সিমরন সিং তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। তদন্ত করছেন গুরুগ্রাম পুলিশ।

অনেকে মনে করছেন, তিনি নাকি মানসিক চাপের মধ্যে ছিলেন। কোনও কিছু নিয়ে মনোকষ্টে ভুগছিলেন। এছাড়াও কি অন্য কোনও কারণ আছে, তা নিয়ে দানা বেঁধেছে প্রশ্ন।

Latest Videos

গুরুগ্রামের সেক্টর ৪৭-র ৫৯ নম্বর বাড়িতে থাকতেন আর জে সিমরন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করেন তিনি। জন্মুর নানক নগরের বাসিন্দা আর জে সিমরন সিং। জম্মুর সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সেখানে ইউনিভার্সিটিতে প্লেসমেন্ট পেয়েছেন। রেডিও মির্চিতে দ্রুত নিজের জায়গা করে নেন। গোটা জম্মুই আর জে সিমরনের কন্ঠের ভক্ত ছিল। তিনি বেশ খ্যাতি লাভ করেছিলেন।

আর জে সিমরন সিংকে জম্মু কি ধড়কন নামেও ডাকতেন অনেকে। রেডিওর কাজ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ছিলেন আর জে সিমরন সিং। পরে তিনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ শুরু করেন। ২০২১ সালে হরিয়ানার গুরুগ্রামে চলে আসেন সিমনর। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

একাধিক ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেট করেও কাজ করেছিলন আর জে সিমরন সিং। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে রিল বানাতেন। কখনও আবার মজাদার কন্টেন্টও বানাতেন সিমরন। যা ভাইরাল হত। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় আত্মহত্যা করেন তিনি। তাঁর মৃত্যুতে চমক পেয়েছেন সকলে।

 

Share this article
click me!

Latest Videos

সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia
Daily Horoscope: ৮ জানুয়ারি বুধবার এই ব্যক্তিদের দিনটি খারাপ যাবে, দেখুন আজকের রাশিফল
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
'৩ ফুট জায়গা দিলে ভালো হয়' প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন | Sonarpur Latest News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি