তরুণ মনসুখানির পরিচালনায়, সাজিদ নাদিয়াদওয়ালার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের ব্যানারে নির্মিত এই ছবির বাজেট ২২৫ কোটি টাকা বলে জানা গেছে। আশা করা হচ্ছে, ছবিটি আগামী সপ্তাহের মধ্যেই বাজেট উদ্ধার করবে। ছবিতে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, নাना পাটেকার, সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ সহ অনেক তারকা অভিনয় করেছেন।