'হাউসফুল ৫' এক কিলার কমেডি ছবি। ব্যবসায়ী রঞ্জিত ডোবরিয়ালের মৃত্যুর পর তার সম্পত্তির আসল উত্তরাধিকারী জলির জন্য অপেক্ষা করছে বোর্ড অফ ডিরেক্টরস এবং ছেলে দেব (ফারদিন খান)।
25
কাহিনী এগিয়ে চলে এবং একের পর এক জলির আগমন ঘটে। প্রথমে আসে জালাবুদ্দিন ওরফে জলি নং ১, যার চরিত্রে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ।
35
জালাবুদ্দিনকে আসল জলি ভাবতেই জলি নং ২ ওরফে জলভূষণের আগমনে সবাই হতবাক। জলভূষণের চরিত্রে অভিষেক বচ্চন।
তৃতীয় জলি ওরফে জুলিয়াসের ভূমিকায় অক্ষয় কুমার। জুলিয়াস নিজেকে আসল জলি প্রমাণ করতে চায়। দেব ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডাক্তার খুন হয়ে যায়, শুরু হয় কমেডি।
55
কাহিনীর টুইস্ট হলো চারজন জলি। চতুর্থ জলির চরিত্রে ববি দেওল। কে আসল জলি জানতে, ছবিটি দেখতে হবে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।