তিন সন্তানকে নিয়ে নাজেহাল মাহী বিজ! কত টাকা খোরপোষ চাইলেন বর জয়ের থেকে?

Published : Jan 10, 2026, 10:55 AM IST
Mahi

সংক্ষিপ্ত

তিন সন্তানকে নিয়ে নাজেহাল মাহী বিজ! কত টাকা খোরপোষ চাইলেন বর জয়ের থেকে?

গত এক বছর ধরেই টেলিপাড়ায় জোর গুঞ্জন ছিল, জয় ভানুশালী ও মাহী বিজের দাম্পত্য নাকি ভাঙনের পথে। নতুন বছরের শুরুতেই সেই জল্পনার অবসান ঘটিয়ে দু’জনেই একযোগে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তিন সন্তানের বাবা-মা জয় ও মাহী—নিজেদের কন্যার পাশাপাশি এক ছেলে ও এক মেয়েকে দত্তক নিয়েছেন তাঁরা। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়। দাবি ওঠে, সন্তানদের ভরণপোষণের জন্য নাকি মাহী জয়ের কাছে পাঁচ কোটি টাকা খোরপোশ চেয়েছেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে মাহী নিজেই স্পষ্ট করেন, তিনি কোনও আর্থিক দাবি করেননি। 

তবু বিতর্ক থামেনি। সম্প্রতি একটি ভিডিয়োবার্তায় মাহী জানান, ‘‘আমি দেখছি, অনেকে বলছেন আমি পাঁচ কোটি টাকা নিয়েছি। শুধু লাইক পাওয়ার জন্য পুরনো ভিডিয়ো খুঁজে বার করে নানা কথা বলা হচ্ছে। বিষয়টা সত্যিই দুঃখজনক।’’ 

একই সঙ্গে সন্তানদের নিয়ে কটূক্তির জবাবও দেন অভিনেত্রী। তিনি বলেন, ‘‘আমার সন্তানেরা রাস্তায় এসে পড়েনি, তারা অনাথও হয়নি। আমাদের বিচ্ছেদ হলেও আমরা বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছি। একে অপরের পাশে আছি। আমাদের সিদ্ধান্ত ও আচরণে আমাদের সন্তানেরা গর্ব অনুভব করবে। কারণ, আমরা পুরো বিষয়টা অত্যন্ত মর্যাদার সঙ্গে সামলেছি। শুধু তাই নয়, আমরা দু’জন মিলেই তিন সন্তানের দায়িত্ব পালন করব।’’

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

সিনেমার গল্প ফেইল! পূনমকে প্রথম দেখেই ভাল লাগে শত্রুঘ্ন সিনহার, তখন প্রেমিকা রিনা রায় কী করলেন জানেন?
প্রকাশ্যে এল 'মা ইন্তি বাঙারাম', নতুন লুকে দেখা দিলেন সামন্থাকে, রইল চমক