প্রকাশ্যে এল 'মা ইন্তি বাঙারাম', নতুন লুকে দেখা দিলেন সামন্থাকে, রইল চমক

Published : Jan 09, 2026, 03:27 PM IST
samantha ruth prabhu highest grossing south Indian movies mersal to theri

সংক্ষিপ্ত

টিজারে সামান্থাকে দ্বৈত চরিত্রে দেখা গেছে, যেখানে তিনি দিনের বেলায় একজন আদর্শ গৃহবধূ এবং রাতে শ্বশুরবাড়ির অগোচরেই ভিলেনদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নন্দিনী রেড্ডি পরিচালিত এই ছবিতে কন্নড় অভিনেতা দিগন্ত ও গুলশান দেবাইয়াও অভিনয় করেছেন।

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) একসময় দক্ষিণের সুপারস্টার অভিনেত্রী ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন, টলিউডে তাঁর সুযোগ কমে গেছে। এই কারণেই তিনি হিন্দি ওয়েব সিরিজের দিকে ঝুঁকেছেন। তবে, এক বছর আগেই সামান্থার ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমার ঘোষণা হয়েছিল। কিছু কারণে সিনেমার শুটিং পিছিয়ে যায়। অবশেষে ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। ট্রেলারে সামান্থাকে দুটি ভিন্ন শেডে দেখা গেছে।

সামান্থা অভিনীত ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমার টিজার আজ (৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে। সিনেমায় সামান্থার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কন্নড় অভিনেতা দিগন্ত। টিজারে দেখা যায়, সামান্থা ও দিগন্ত ভালোবেসে বাড়ির লোককে না জানিয়ে বিয়ে করেছেন। এরপর সামান্থা প্রথমবার শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়িটি একটি যৌথ পরিবার। সেখানে সবাই নতুন বউ কেমন, তার ব্যক্তিত্ব কেমন, তা নিয়ে কৌতূহলী। নতুন বউয়ের প্রতিটি পদক্ষেপের ওপর সমালোচনা ও নজরদারি চলতে থাকে। কিন্তু সামান্থা একজন সুসংস্কৃত বউয়ের মতো হাসিমুখে সবার সেবা করে প্রশংসা অর্জন করেন।

সংসারী লক্ষ্মীমন্ত বউয়ের অবতার

কিন্তু সামান্থার এই লক্ষ্মীমন্ত বউয়ের অবতার শুধু দিনের বেলায়। সামান্থার আরও একটি রূপ আছে। টিজারে দেখা যায়, সামান্থা কোনো নায়কের চেয়ে কম নন, তিনি ভিলেনদের তাড়া করে মারছেন। শাড়ি পরেও তিনি কালীর মতো ভিলেনদের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করছেন। এই সমস্ত কাণ্ড ঘটছে শ্বশুরবাড়িতেই। বাড়ির লোকের চোখ এড়িয়ে সামান্থা এই কাজগুলো করছেন।

কিন্তু সামান্থার এই ভয়ংকর রূপের কারণ কী? সামান্থার ওপর হামলাকারী গুণ্ডারা কারা? এসব জানতে হলে সিনেমাটি দেখতে হবে। টিজারে শুধু গল্পের একটি আভাস দেওয়া হয়েছে। সিনেমার নির্মাতারা জানিয়েছেন, খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে। আপাতত টিজার দেখেই সামান্থার ভক্তরা বেশ খুশি।

কন্নড় অভিনেতা গুলশান দেবাইয়া

‘মা ইন্তি বাঙারাম’ সিনেমায় সামান্থার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন কন্নড় অভিনেতা দিগন্ত। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরেক কন্নড় অভিনেতা গুলশান দেবাইয়া। ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। প্রযোজনা করেছেন সামান্থার স্বামী রাজ নিদিমোরু। সিনেমার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে
শাহিদ কাপুরের হাতে হাতকড়া, মুহূর্তে ভাইরাল হল 'ও রোমিও' ছবির টিজার