বিখ্যাত তবলা শিল্পী জাকির হুসেনের প্রয়াণের খবরে চমক পেয়েছেন সকলে। ৭৩ বছর বয়সে প্রযাত হন তিনি। জানা যায় হৃদযন্ত্র সংক্রান্ত রোগে ভুগছিলেন জাকির হুসেন। তিন সপ্তাহ ধরে তার চিকিৎসা চলছিল। অবস্থার উন্নতি না হওয়ায় আইসিইউ-তে ভর্তি ছিলেন। তিনি ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস নামক রোগে আক্রান্ত ছিলেন।
এখন প্রশ্ন হল কী এই ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস রোগ। এটি ফুসফুসের রোগ। এতে ফুসফুসের টিস্যুতে ক্ষতের সৃষ্টি হয়। যা ফুসফুসে অক্সিজেন পৌঁছাতে বাধা দেয়। এখনও এই রোগের চিকিৎসা আবিষ্কার হয়নি।
রোগের লক্ষণ
৫০ উর্ধ্ব ব্যক্তিদের মধ্যে এই রোগ বেশি দেখা যাচ্ছে। এই লক্ষণ হল শুকনো কাশি। তেমনই শারীরিক পরিশ্রম ও ব্যায়াম বা সিঁড়ি ভাঙার সময় শ্বাসকষ্ট হতে পারে এই রোগে। ক্লান্তি অনুভব করা ও নখ মোটা হয়ে যাওয়া এর লক্ষণ। তেমনই কারণ ছাড়া ওজন কমে গেলে সতর্ক হন। বুক ধড়ফড় বা অজানা আতঙ্কের অনুভূতি অনুভূত হলে সতর্ক হন।
রোগের কারণ
ধূমপান, বংশগত কারণ, অটোইমিউন ডিজিজ, ভাইরাল ইনফেকশনের কারণে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস রোগ হতে পারে। ৬০ থেকে ৭০ বছয় বয়সীদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি থাকে।
রোগ থেকে মুক্তির উপায়
ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস রোগ থেকে বাঁচতে হলে বছরে একবার ফ্লু বা নিউমোনিয়ার টিকা নিন।
প্রতিদিন ব্যায়াম করুন।
ধূমপান থেকে দূরে থাকুন।
স্বাস্থ্যকর এবং সুষম খাবার খান।
এই রোগের এখনও চিকিৎসা আবিষ্কার না হওয়ায় ওষুধের কার্যকারিতা সীমিত। তাই সব সময় সতর্ক থাকুন।