সুশান্ত থেকে জিয়া খান- আত্মহত্যা করেছেন একাধিক বলিউড তারকা, দেখে নিন তালিকায় কে কে আছেন

একাধিক বলিউড তারকার মৃত্যুর কারণ হল আত্মহত্যা। আজ রইল আট তারকার কথা। আত্মহত্যা করেছিলেন এই সকল বলিসদস্য।

Sayanita Chakraborty | Published : Aug 3, 2023 11:48 AM
110

নীতিন দেশাই

৫৮ বছর বয়সে প্রয়াত হলেন নীতিন চন্দ্রকান্ত দেশাই। ২ অগস্ট তাঁর স্টুডিও থেকেই উদ্ধার হল দেহ। অনুমান করা হচ্ছে, আর্থিক টানাপোড়েনের জন্যই প্রয়াত হন নীতিন চন্দ্রকান্ত দেশাই। দেবদাস, লগান, লাগে রহো মুন্নাভাই থেকে শুর করে একাধিক হিট ছবিতে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন নীতিন চন্দ্রকান্ত দেশাই।

210

নীতিন দেশাই

২০ বছরের কেরিয়ারে আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনসলির মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করেছেন। আর্ট ডিরেক্টর হিসেবে বেশ নামও করেছিলেন নীতিন চন্দ্রকান্ত দেশাই। তাহলে কেন বেছে নিলেন আত্মহত্যার পথ তা অজানা সকলের কাছে।

310

গুরু দত্ত

মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিলেন গুরু দত্ত। তিনি ছিলেন বর্ষিয়ান অভিনেতা। তাঁর আকষ্মিক মৃত্যুতে চমক পেয়েছিলেন সকলে। তিনি আত্মহত্যা করেছিলেন বলে জানা যায়।

410

সুশান্ত সিং রাজপুত

২০২০ সালে ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয় কারও কাছে। তেমনই সুশান্ত আত্মহত্যা করেছিলেন নাকি খুন করা হয়েছিল তাঁকে তা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছিল এক সময়।

510

জিয়া খান

২০১৩ সালে ৩ জুন আত্মহত্যা করেন জিয়া খান। জিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। তাঁর মৃত্যুর সঙ্গে নাম জড়ায় সূরয পাঞ্চোলির। মামলা চলেছিল ১০ বছর। শেষে সঠিক তথ্য প্রমাণের অভাবে নির্দোষ প্রমাণিত হন সূরয।

610

কুশল পাঞ্জাবি

২০১৯ সালের ডিসেম্বরে তাঁর পালি হিলের বাড়িতে উদ্ধার হয় অভিনেতা কুশল পাঞ্জাবি দেহ। তাঁর আকষ্মিক প্রয়াত কেউই সহজে মেনে নিতে পারেননি। বিনোদন জগতে বেশ পরিচিত মুখ ছিল কুশল পাঞ্জাবি। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন বহু দর্শক।

710

আসিফ বাসরা

২০২০ সালে নভেম্বরে তাঁর দেহ উদ্ধার হয় অভিনেতা আসিফ বাসরার। একাধিক হেভিওয়েট তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে আসিফ। বড় পর্দা ছাড়া ছোট পর্দাতেও জমিয়ে কাজ করছেন। কেরিয়ারের এখ সাফল্য সত্ত্বেও কেন তিনি আত্মহত্যা করলেন তা সকলের অজানা।

810

সন্দীপ নাহার

কেশরি ও এমএন ধোনি ছবিতে কাজ করেছেন সন্দীপ। ২০২১ সাসে ১৫ ফেব্রুয়ারি তার দেহ উদ্ধার হয় সন্দীপ নাহারের দেহ। আত্মহত্যা করেছিলেন অভিনেতা। মৃত্যুর ১০ মিনিট আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তাঁর জীবনের নানান সমস্যার কথা বলেন সন্দীপ।

910

সিল্ক স্মিতা

আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সিল্ক স্মিতা। এক সময় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সিল্ক। আর্থিক সমস্যার কারণে অভিনয় জগতে পা রাখেন। একসময় হতাশার তাঁকে গ্রাস করেছিল। শেষে আত্মহত্যার পথ বেছে নেন। তাঁর জীবন নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। এই বায়োপিকে অভিনয় করেন বিদ্যা বালন।

1010

সিল্ক স্মিতা

ডার্টি পিকচার ছবিতে তুলে ধরে হয়েছিল সিল্ক স্মিতার জীবন। তাঁর জীবনের সকল যন্ত্রণা উঠে আসে। ১৯৯৬ সালে মাত্র ৩৫ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন সিল্ক স্মিতা। হতাশার কারণেই আত্মহত্যা করেন বলে জানা যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos