Rocky Aur Rani Ki Prem Kahani: আভাস মিলল সিক্যুয়েলের, দেখে নিন ছবি নিয়ে কী বলল করণ জোহর

Published : Aug 02, 2023, 03:01 PM IST

মুক্তির পর থেকে বক্স অফিসে মিলেছে সাড়া। আয়ও হয়েছে নজর কাড়া। এর পরই সিক্যুয়েল তৈরির আভাস দিলেন পরিচালক।

PREV
110

২৮ জুলাই মুক্তি পেয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। প্রায় ৭ বছর পর কোনও ছবি পরিচালনা করলেন করণ জোহর। ছবি মুক্তি পেতেই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ছবিটি। ছবির আয়ও গড়েছে রেকর্ড।

210

একেবারে অন্যরকম প্রেমের কাহিনি নিয়ে মুক্তি পেল রকি অউর রানি কি প্রেম কাহিনি। চট্টোপাধ্যায় ও রান্ধাওয়াস দুই পরিবারের গল্প নিয়ে মুক্তি পায় ছবিটি। একেবারে নিপাট প্রেমের কাহিনি রয়েছে ছবি জুড়ে। এক বাঙালি মেয়ের প্রেমে পড়ে রান্ধাওয়াস পরিবারের ছেলে রকি।

310

রকি আর রানি দুজনে ভিন্ন দুই পরিবারের সদস্য হওয়ায় এই বিয়েতে মত নেই দুই পরিবারেরই। তবে, তারা পরিবারের অমতে যেতে চান না। সে কারণে আলিয়া ও রণবীর সিদ্ধান্ত নেন একে অপরের মন জয় করবে।

410

তারা কীভাবে দুই পরিবারের মন জয় করবে তা নিয়ে ছবিটি। ছবিতে দেখা যাবে, একে অপরের পরিবারের মন জয় করতে তাদের সঙ্গে থাকা শুরু করবে। আলিয়া যাবে রণবীরের পরিবারে। আর রণবীর আসবে আলিয়ার পরিবারে। তারা এই দুই পরিবারের মন জয় করতে পারে কি না তা নিয়ে তৈরি রকি অউর রানি কি প্রেম কাহিনি।

510

করণের ছবিতে যে রকি এবং রানির প্রেমের জয় হবে তা সকলেই আগে থেকে বুঝে গিয়েছেন। এখন প্রশ্ন বিয়ের পর কী হবে রকি আর রানির। ছবি মুক্তির পর রকি অউর রানি বিয়ের পর কোথায় থাকবে। তা নিয়ে উঠেছে প্রশ্ন।

610

আর এই প্রশ্নের জবরদস্ত উত্তর দিলেন করণ। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, একদম ঠিকঠাক প্রশ্ন এটা। আমার ভাবনা অনুসারে রামি কখনই রান্ধাওয়া প্যারাডাইসে যাবে না। আমার মনে হয় চ্যাটার্জ্জিরা আপত্তি করবে না যদি ওরা আলাদা থেকে নিজেদের মতো একটা জগৎ গড়ে তোলে। ওরা দুজনেই নিজস্ব ভাবনা স্বভাব বজায় রাখবে।

710

এরপরই প্রশ্ন ওঠে সিক্যুয়েল প্রসঙ্গে। এই ছবির সাফল্যের পর রকি ও রানির জীবন নিয়ে কোনও সিক্যুয়েল তৈরি হবে কি না, তা নিয়ে প্রশ্ন করেন সকলে। উত্তরে, করণ বলেন, পার্ট ২ নিয়েও আলোচনা করেছেন তাঁরা। আলিয়া, রণবীর ও আনি এই বিষয়ে কথা বলেছেন।

810

তিনি জানান, তাঁর মাথায় একেবারে ভিন্ন ধরনের একটা গল্প আছে। করণের কথায় আন্দাজ মেলে সময় হলে সে এই ছবির সিক্যুয়েল তৈরি করতে পারে। তবে, এখনই তেমন কোনও পরিকল্পনা নেই বলে বোঝা গিয়েছেষ

910

এদিকে এই ছবিতে অভিনয় করেছেন একাধিক হেভিওয়েট তারকা। ছবিতে রয়েছেন, আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, ধর্মেন্দ্র, আছেন জয়া বচ্চন। এছাড়াও রয়েছেন, আমির বশির, ক্ষিতি জোগ রান্ধাওয়াস, অঞ্জলি আনন্দ-সহ আরও অনেকে।

1010

ছবির প্রথম দিনে থিয়েটার থেকে ছবিটি আয় করল ১১.১ কোটি। দ্বিতীয় দিনে আয় ১৬.০৫ কোটি। তেমনই তৃতীয় দিন অর্থাৎ রবিবার বেড়েছে ছবির আয়। প্রায় ১৯ কোটি মতো। চতুর্থ দিনে আয় ছিল ৭.৫০ কোটি।

click me!

Recommended Stories