কমল হাসানের প্রাক্তন স্ত্রী সরিকার সঙ্গে সম্পর্কে ছিলেন মিঠুন। ১৯৭৮ সালে হামারা সংসার ছবিতে কাজ করেন মিঠুন সরিকার সঙ্গে কাজ করেন। সে সময় তাঁদের প্রেম হয়। তারপর তেরে পেয়ার মে (১৯৭৮), ঘমন্ডি )১৯৮১), দিলওয়ালা (১৯৮৬) সালে তাঁর সঙ্গে কাজ করেন। কিন্তু, সম্পর্ক বেশিদিন টেকেনি।