'ধুরন্ধর'-র সাফল্যের কারণেই কি ‘ডন ৩’ ছাড়লেন রণবীর সিং? কাস্টিং বদল নিয়ে চর্চায় উঠে এই ছবি

Published : Dec 24, 2025, 10:30 AM IST
Ranveer Singh In Don 3

সংক্ষিপ্ত

রণবীর সিংকে ‘ডন ৩’-এর প্রধান চরিত্রে ঘোষণা করা হলেও, বর্তমানে তাঁর এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর জল্পনা চলছে। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর রণবীর ‘প্রলয়’ ছবির শ্যুটিং আগে শুরু করতে পারেন, যার ফলে ‘ডন ৩’-এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

২০২৩ সালে রণবীর সিং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন ‘ডন ৩’ ছবির টিজার। তারপর থেকেই দানা বেঁধেছে রহস্য। তিনি যে এই ‘ডন ৩’-তে দেখা দেবেন, তা প্রায় সকলেই ধরে নিয়েছিল। তেমনই রণবীর ভক্তরা। কিন্তু, এবার এল এক চমকপ্রদ খবর। সদ্য কাস্টিং বদল নিয়ে চর্চায় উঠে এসেছে ‘ডন ৩’। ফারহান আখতার পরিচালিত ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এখন আলোচনা।

এক সময় এই ডন-র চরিত্রে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা দেখা দিয়েছেন। সেই জায়গায় দেখা দেবেন রণবীর। এমনই শোনা গিয়েছিল এক সময়। কিন্তু সে সময় বিতর্ক কম হয়নি। অনেকেই বলেছিলেন রণবীরের মতো ব্যক্তিত্ব ডন-র চরিত্রে বে-মানান। সে যাই হোক, এবার শোনা যাচ্ছে ডন থেকে সরে দাঁড়ালেন রণবীর। ধুরন্ধরের সাফল্যই কি এর কারণ? আগে জানা গিয়েছিল, ধুরন্ধরের পর ডন ৩-র শ্যুটিং শুরু করবেন রণবীর। কিন্তু কোথায় কী? বছরশেষে দীপিকাকে নিয়ে বিদেশ ঘুরতে চলে গিয়েছেন তিনি। এরপরই তিনি নাকি শুরু করবেন প্রলয় ছবির শ্যুটিং। যদিও ডন ৩ ছবির পর এই প্রলয় ছবির কাজ করার কথা ছিল। কিন্তু বর্তমানে তা বদল হয়েছে। ছবির পরিচালক জয় মেহেতাকে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার কথা জানানো হয়।

সে যাই হোক, এখন চর্চায় ডন ৩। আপাতত শুরু হচ্ছে না ডন ৩ ছবির শ্যুটিং। কবে এই ছবির কাজ শুরু হবে তা এখন জানা যায়নি।

মুক্তির পর থেকেই রণবীর সিংয়ের ছবি 'ধুরন্ধর' দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। পরিচালক আদিত্য ধরের এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। রিপোর্ট অনুযায়ী, ছবিটির ওটিটি স্বত্ব কোটি টাকায় বিক্রি হয়েছে। তবে, এটি কোন তারিখে ওটিটি-তে মুক্তি পাবে সেই তথ্য এখনও প্রকাশ করা হয়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধরের ছবি 'ধুরন্ধর'-এর ওটিটি স্বত্ব নেটফ্লিক্স ১৩০ কোটি টাকায় কিনেছে। বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে যে নেটফ্লিক্স 'ধুরন্ধর'-এর স্ট্রিমিং অধিকারের জন্য ১৩০ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে দুটি পার্টই অন্তর্ভুক্ত। তাই বলা যেতে পারে যে 'ধুরন্ধর'-এর দুটি পার্টের স্বত্ব প্রায় ৬৫-৬৫ কোটি টাকায় বিক্রি হয়েছে।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

প্রেম দিবসে মৃণালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ধনুশ? তামিল সুপারস্টারের দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে
মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা