আবারও কেন আদালতে গেলেন জ্যাকলিন, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় বড় বিপাকে নায়িকা

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় সোমবার ফের দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে দেখা গেলে বলি নায়িকাকে। জামিন পেয়েও কেন বারবার আদালতে যেতে হচ্ছে জ্যাকলিনকে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

কোনওভাবেই যেন স্বস্তি পাচ্ছেন না জ্যাকলিন। এত এত টাকা দিয়ে জামিনে ছাড়াও পেয়েও শান্তি নেই জ্যাকলিনের। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় সোমবার ফের দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে দেখা গেলে বলি নায়িকাকে। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে গত ১৫ নভেম্বর জামিন পেয়েছিলেন জ্যাকলিন। এর আগেও জ্যাকলিনের জামিনের মেয়াদ দুবার বাড়ানো হয়েছিল। যার ফলে কয়েকদিনের জন্য স্বস্তি পেয়েছিলেন নায়িকা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছিল আদালত। তবে ক্ষণিকের স্বস্তি মিললেও ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বেশ ভালভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। জামিন পেয়েও কেন বারবার আদালতে যেতে হচ্ছে জ্যাকলিনকে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে চর্চা মোটেই থামবার নয়। গত ৩০ নভেম্বরই দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পিঙ্কি ইরানি। ইনিই সেই মহিলা যিনি কিনা প্রতারক সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের দেখা করিয়ে দিয়েছিলেন। সুকেশ ও জ্যাকলিনের মিডল ম্যানের কাজ করেছেন পিঙ্কি ইরানি। এবার পিঙ্কির গ্রেফতারি হতেই বড় বিপাকে পড়েছেন জ্যাকলিন ফার্ণান্ডেজ। সুকেশ ও জ্যাকলিনের মিডল ম্যান পিঙ্কি ইরানি গ্রেফতারের পর দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া জানিয়েছেন, ওর বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে এবং তারপরই ওকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতেও পেশ করা হয়েছে। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বেশ ভালভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের

Latest Videos

 

 

ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নাম। জানা গিয়েছে সুকেশ গ্রেফতার হওয়ার পরই নিজের ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলেছে জ্যাকলিন। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের। অন্যদিকে সুকেশের সঙ্গে বেশ ভাল ভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ । এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ। জ্যাকলিনের মন জিততেই কোটি কোটি টাকার উপহার দিতেন সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।

আরও পড়ুন-

পুলিশের হাতে গ্রেফতার হলেন জ্যাকলিন-সুকেশের 'মিডল ম্যান' পিঙ্কি ইরানি, চিন্তায় বলি নায়িকা

হাতে এসেছে জরুরি তথ্য, বয়ান রেকর্ড করতে দিল্লি পুলিশের দ্বারস্থ হলেন জ্যাকলিন

ফের আদালতে হাজির জ্যাকলিন, ২ লক্ষ টাকার জামিন পেয়েও স্বস্তিতে নেই বলি নায়িকা, বাড়ছে জল্পনা

 

Share this article
click me!

Latest Videos

মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News