Janhvi Kapoor: উরফির থেকে অনুপ্রেরণা, পোশাকের জন্য কটাক্ষ শুনতে হল জাহ্নবী কাপুরকে, রইল তাঁর নতুন ছবি

সবুজ রঙের লং ড্রেসে খোলা চুলে নজর কাড়েন জাহ্নবী। কিন্তু, এই পোশাক নিয়ে হল ট্রোল। উরফির সঙ্গে তাঁর তুলনা করলেন অনেকে। দেখে নিন কেন।

Sayanita Chakraborty | Published : Apr 28, 2023 9:08 AM / Updated: Apr 28 2023, 10:00 AM IST
110

জাহ্নবীর ফ্যাশন সেন্স সকলেরই নজর কাড়ে। তিনি প্রায়শই ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেন। চেনা ছকের বাইরে বেরিয়ে সাজপোশাকর পরতে সব সময় পছন্দ করেন জাহ্নবী। বিভিন্ন ধরনের পোশাকে দেখা যায় নায়িকাকে।

210

কিন্তু, এবার সাজ নিয়ে শুনতে হল কটাক্ষ। বৃহস্পতিবার ক্যামেরার সামনে এলেন একেবারে ভিন্ন সাজে। সবুজ রঙের লং ড্রেসে দেখা যায় জাহ্নবীকে। যা তাঁকে খুবই আকর্ষণীয় দেখাচ্ছিল। কিন্তু, নেটিজেনদের কাছে শুনতে হল কু কথা।

310

সবুজ রঙের লং ড্রেসে খোলা চুলে নজর কাড়েন জাহ্নবী। নায়িকার এই কাট আউট ড্রেস নজর রাড়ল সকলের। পোশাকের বিভিন্ন স্থানে কাটা থাকলেও তিনি তা সুন্দর ভাবে ক্যারি করেছেন। তা সত্ত্বেও শুনতে হল কুকথা।

410

জাহ্নবী এমনিতেই বেশ ফ্যাশনেবল পোশাক পরতে পছন্দ করেন। তবে, এই পোশাকে স্লিট ছিল একটু বেশিই। লং ড্রেসটি ছিল সবুজ রঙের। যা ছিল পুরো পুরি ব্যাক লেস। মেঝেতে লুটোচ্ছিল পোশাকের শেষের অংশ । এই বডিকন ড্রেসে সম্পূর্ণ বোঝা যাচ্ছিল তার আকর্ষণীয় চেহারা। এতেই ঘটল বিপত্তি।

510

পোশাকের সামনের অংশের ডিজাইন নিয়ে ঘরে বিপত্তি। গলা ছিল হাইনেক। কিন্তু, পোশাকের পেটের কাছে ছিল কাট। যা দিয়ে স্তনের নীচের অংশ থেকে পেট সম্পূর্ণ উন্মুক্ত ছিল। এই স্টাইল অনেককে উরফি জাভেদের কথা মনে করিয়ে দিয়েছে। যা নিয়ে শুনতে হল কথা।

610

সবুর রঙের পোশাকের নীচের অংশেও ডিপ স্লিট দেখা যায়। হাই থাই স্লিট বলে অনেকে তা ব্যখ্যা করেছেন। এই পোশাকে তাঁকে এদিন খুবই হট দেখাচ্ছিল। এতেই নানান ব্যক্তি নানান মত পোষণ করেন।

710

জাহ্নবীর এই পোশাক দেখে তাকে নানান কটাক্ষ করেন ভক্তরা। অনেকেই বলেন জরফির মতো সাজপোশাক শুরু করেছেন জাহ্নবী। ছবিতে নানান কমেন্ট করেছেন ভক্তরা। ট্রোল করা হয় তাঁকে।

810

নিজের এদিনের ফোটোশ্যুট থেকে বাছাই করা কিছু ছবি পোস্ট করেন জাহ্নবী। যাতে একজন লেখেন, ‘বাইরে এমনি গরম হচ্ছে, এখন আপনার ফটোশ্যুচ আরও গরম বাড়িয়ে দিল।’

910

একজন লেখেন, ‘আমিও তোমার মতো ফিগার চেয়েছিলাম।’ তার ভক্তরা নানান মন্তব্য করেন। ছবিতে সত্যিই তাঁর চেহারা দেখাচ্ছিল আকর্ষণীয়। তার মধ্যে যেমন কিছু ছিল ভালো তো কিছু খারাপ। অনেকের কাছেই ট্রোল হন এমন পোশাক পরার কারণে।

1010

একজন লেখেন ‘উরফির থেকে অনুপ্রেরণা।’ আবার একজন লেখেন, ‘গোপনে এখন সবাই উরফি দ্বারা অনুপ্রাণিত হচ্ছে।’ এভাবে উরফি জাভেদের সঙ্গে তুলনা করা হয় জাহ্নবীকে। তবে, জাহ্নবীর এই সবুজ ড্রেস যে উরফি জাভেদের সাজ পোশাকের কথা মনে করিয়ে দিচ্ছিল তা বলার অপেক্ষা রাখে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos