একজন লেখেন ‘উরফির থেকে অনুপ্রেরণা।’ আবার একজন লেখেন, ‘গোপনে এখন সবাই উরফি দ্বারা অনুপ্রাণিত হচ্ছে।’ এভাবে উরফি জাভেদের সঙ্গে তুলনা করা হয় জাহ্নবীকে। তবে, জাহ্নবীর এই সবুজ ড্রেস যে উরফি জাভেদের সাজ পোশাকের কথা মনে করিয়ে দিচ্ছিল তা বলার অপেক্ষা রাখে না।