শিবকার্তিকেয়নের প্রশংসায় পঞ্চমুখ জাহ্নবী কাপুর, সম্পর্কের আঁচ দর্শক মনে

শিবকার্তিকেয়নের 'অমরন' ছবি নিয়ে বলিউড তারকা জান्हভি কাপুরের মন্তব্য।

তামিল ইন্ডাস্ট্রির এক সারপ্রাইজ হিট ছবি 'অমরন'। সারা দেশ জুড়ে ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। শিবকার্তিকেয়ন অভিনীত 'অমরন' বিশ্বব্যাপী ৩৩৪ কোটিরও বেশি আয় করেছে। ছবিটির প্রশংসা করে এবার মন্তব্য করলেন বলিউড তারকা জাহ্নবী কাপুর।

ছবিটি দেখতে একটু দেরি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বলিউড তারকা। কি অসাধারণ ও দারুণ একটি সিনেমা! ২০২৪ সালের সেরা সিনেমা বলেও উল্লেখ করেছেন জাহ্নবী কাপুর। তামিল ইন্ডাস্ট্রির শিবকার্তিকেয়ন ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

Latest Videos

বিদেশ থেকেই ৮০ কোটি টাকা আয় করেছে 'অমরন'। নেটফ্লিক্সে ছবিটি ভারতে ট্রেন্ডিং-এর শীর্ষে ছিল। শিবকার্তিকেয়নের কোনও ছবি প্রথমবার ৩০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে, যা ছবিটির সাফল্যের অন্যতম কারণ। এর আগে, শিবকার্তিকেয়নের সর্বোচ্চ আয়ের ছবি ছিল 'ডন', যা বিশ্বব্যাপী ১২৫ কোটি টাকা আয় করেছিল। শিবকার্তিকেয়ন এখন তামিল ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের তালিকায় স্থান করে নিয়েছেন। বিজয়ের পরে কে? এই প্রশ্নের উত্তর এখন শিবকার্তিকেয়ন। দলপতি বিজয় অভিনীত 'দ্য গডফাদার' ছবিতে শিবকার্তিকেয়নও অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন।

মেজর মুকুন্দ বরদারাজনের জীবনী নিয়ে নির্মিত হয়েছে 'অমরন'। শিবকার্তিকেয়ন ছবিতে মেজর মুকুন্দ বরদারাজন চরিত্রে অভিনয় করেছেন। ইন্দু রেবেকা ভার্গিস চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ভুবন অরোরা, রাহুল বোস, লল্লু, শ্রীকুমার, শ্যামপ্রসাদ, শ্যাম মোহন, গীতু কৈলাসম, বিকাশ বাঙ্গার, মীর সালমান প্রমুখ। তামিলনাড়ুর বাইরেও ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। রাজকুমার পেরিয়াস্বামী ছবিটি পরিচালনা করেছেন। সব মিলিয়ে দর্শক মনে স্থান পেয়েছে ছবিটি।

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!