'আমি এখনও তোমাকে সব জায়গায় খুঁজি মা', শোকে কাতর হয়ে আবেগঘন পোস্ট জাহ্নবীর

মাকে ছাড়া কেটে গেল পাঁচটি বছর। মায়ের মৃত্যুবার্ষিকীর আগে শ্রীদেবীকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন জাহ্নবী কাপুর। যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

সালটা ২০১৮, ২৪ ফেব্রুয়ারি। শ্রীদেবীর মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। তার মৃ্ত্যুর পর এতগুলো বছর পার হয়ে গেলেও শ্রী-র মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। আর কয়েকদিন বাদে আসছে সেই দিন। মাকে ছাড়া কেটে গেল পাঁচটি বছর। মায়ের মৃত্যুবার্ষিকীর আগে শ্রীদেবীকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন জাহ্নবী কাপুর। যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার মা শ্রীদেবীর সঙ্গে একটি ছবি শেয়ার করে জাহ্নবী কাপুর লেখেন, আমি এখনও তোমাকে সবজায়গায় খুঁজি মা, এখনও আমি যা করি, তা এই আশাতে করি যে তোমাকে গর্বিত করব। আমি যেখানেই যাই, এবং যা কিছু করি, তা তোমার সঙ্গেই শুরু এবং তোমার সঙ্গেই শেষ হয়। অভিনেতার এই পোস্টে কমেন্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সকলের মধ্যে মধ্যরাতে বনি কাপুরও কমেন্ট করেছেন। প্রয়াত স্ত্রীকে স্মরণ করে বনি লিখলেন, তুমি আমাদের ছেড়ে চলে গেছো সেই পাঁচ বছর আগে। কিন্তু এখনও তোমার ভালবাসা আর স্মৃতি আমাদের আগলে রেখেছে। আর চিরদিন আমাদের সঙ্গে এভাবেই থাকবে।

Latest Videos

 

 

নিজের ইনস্টা স্টোরিতে তিনি শ্রীদেবীর একটি পুরোনো ছবি শেয়ার করে লিখেছেন, যে আমাকে একা রেখে চলে গেছে, সে আজও আমার সঙ্গে আছে। তবে শুধু বনি কাপুর ও জাহ্নবী কাপুর নয়, খুশি কাপুরও মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। উল্লেখ্য,শীঘ্রই বইয়ের পাতায় ফিরছেন বলিউডের চাঁদনি। তিনি আজ বেঁচে না থাকলেও সবার মনে বেঁচে রয়েছেন শ্রীদেবী। বুধবার প্রযোজক বনি কাপুর জানিয়েছেন, শ্রীদেবী-দ্য লাইফ অফ আ লেজেন্ড-এ প্রকাশিত হতে চলেছে শ্রীদেবীর বায়োগ্রাফি। ওয়েস্টল্যান্ড বুকস থেকে প্রকাশিত হবে শ্রীদেবীর এই বায়োগ্রাফি। এই বিশেষ বইটির জন্য কলম ধরেছেন গবেষক, লেখক, কলামিস্ট ধীরজ কুমার। এই বইতে অভিনেত্রীর জীবনের উত্থান-পতন সবটা তুলে ধরা হবে। অভিনেত্রীর রহস্যমৃত্য যে এখন সকলের মনে নান প্রশ্ন তৈরি করে, তার সবটাই বায়োগ্রাফিতে থাকবে। শ্রীদেবীর স্বামী তথা প্রযোজক বনি কাপুর জানিয়েছেন, শ্রীদেবী ছিলেন তার প্রাকৃতিক শক্তি। তার শিল্পকলা পর্দায় ভক্তদের সঙ্গে ভাগ করতে পেরে ধন্য। ধীরজ কুমার এমন একজন যাকে ও পরিবারের সদস্য বলে মনে করত। বনি কাপুর আরও জানান, আমরা ভীষণ ভাবে খুশি যে তিনি এমন একটি বই লিখছেন যা ওর অসাধারণ জীবনের জন্য উপযুক্ত। প্রকাশকদের মতে, বইটি শ্রীদেবীর একটি ৩৬০ ডিগ্রি প্রতিকৃতি এবং এটি পাঠকদের আইকনিক অভিনেত্রী সম্পর্ক পুনরায় আবিস্কার করতে সাহায্য করবে।

Share this article
click me!

Latest Videos

রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
রংরুটের জেরে মুখোমুখি যাত্রীবাহী বাস ও ডাম্পার! সংঘর্ষে কেঁপে উঠলো গোটা এলাকা | Nadia News Today
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee