মধ্যবিত্তের বোরোলিন আর সুন্দরীদের ‘ফিলার’, মডেলদের মতো ঠোঁট পেতে গেলে কত খরচ হতে পারে জানেন কি?

আমেরিকার তুলনায় ভারতে লিপ ফিলার নিয়ে অধিকতর সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন জাভেদ জাফরির কন্যা অলাভিয়া। 

 

Sahely Sen | Published : Sep 3, 2023 7:46 AM IST / Updated: Sep 03 2023, 01:51 PM IST

16

সৌন্দর্য্য বাড়িয়ে তোলার জন্য শরীরের বিভিন্ন অংশে সার্জারি করা এখন খুবই সাধারণ বিষয়। বলিউড থেকে টলিউড, ফ্যাশন দুনিয়া থেকে খেলার জগত, বহু সুন্দরীরাই নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য বিবিধ অস্ত্রোপচারের পন্থা অনুসরণ করে থাকেন।

26

বলিউড অভিনেতা জাভেদ জাফরির কন্যা অলাভিয়া জাফরি নিজেই প্রকাশ্যে আনলেন নিজের সৌন্দর্য্যের অস্ত্রোপচারের কথা।

36

অলাভিয়া জাফরি পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি ঠোঁট সুন্দর করে তোলার সার্জারি (Lip Filler) নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন এই সুন্দরী।

46

সোশ্যাল মিডিয়ায় অলাভিয়া জানান, ২০১৯ সালে প্রথম লিপ ফিলার ব্যবহার করেছিলেন তিনি। আগে তিনি নিজের স্বাভাবিক ঠোঁট নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তুলনামূলকভাবে কিছুটা মোটা ঠোঁট চেয়েছিলেন তিনি।

56

প্রথম বার আমেরিকার নিউ ইয়র্কে লিপ ফিলার নিয়েছিলেন অলাভিয়া। তাঁর মনে হয়েছিল, ভারতের তুলনায় সেখানকার চিকিৎসকরা অধিকতর দক্ষ হবেন। প্রত্যেক সিরিঞ্জ-ভর্তি ফিলারের জন্য তাঁকে ৯০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ হাজার টাকা) করে দিতে হয়েছিল।

66

অলাভিয়া জাফরি বলেছেন, প্রথম বার লিপ ফিলার নিয়ে বেশ ভয় পেয়েছিলেন তিনি। কারণ ঠোঁটের ফোলা ভাব দূর হতে প্রায় এক মাস সময় লেগেছিল। এর পর ভারতে এসেও লিপ ফিলার নেন অলাভিয়া। তখন তাঁর খরচ হয়েছিল মাত্র ২৫ হাজার টাকা। আমেরিকার তুলনায় ভারতে লিপ ফিলার নিয়ে অধিকতর সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন জাভেদ জাফরির কন্যা।

আরও পড়ুন-
‘সেই পাখি আর এই পাখির মধ্যে অনেক তফাৎ’, উষ্ণ ছবিতে পুরনো মধুমিতা-কে মিস করছেন ভক্তরা
নুসরত জাহানের সিঁদুর পরা নিয়ে বিতর্ক, ইসলাম ধর্মের মানুষ হয়েও হিন্দু রীতি-রেওয়াজে ক্ষুব্ধ নেটিজেনরা
Weight Loss: দুর্গাপুজোর আগে ভুঁড়ি কমানোর জন্য কিছুতেই খাওয়া কমাতে পারছেন না? মেনে চলুন এই সহজ উপায়

Share this Photo Gallery
click me!
Recommended Photos