‘অভিষেকের ছবি কতজন দেখতে যায়’- অক্ষয়ের ছবি নিয়ে মন্তব্য করায় কটাক্ষের শিকার জয়া

অক্ষয় কুমারের 'টয়লেট- এক প্রেম কথা' নিয়ে জয়ার বিতর্কিত মন্তব্য ভাইরাল। ছবিটি ফ্লপ বলায় নেটিজেনদের কটাক্ষের শিকার তিনি। অক্ষয়-ভূমির এই ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল।

কোনও ছবি মুক্তির আগে যখন তার নাম প্রকাশ্য়ে আসে তখন সেই নাম দেখেও দর্শকদের মনে অনেকটা কৌতূহল জন্মায়। অক্ষয় কুমার ও ভূমি পেডনেকারের ২০০৭ সালের ছবি ‘টয়লেট- এক প্রেম কথা’। এই ছবির নাম নিয়ে বিতর্কীত মন্তব্য কররেন জয়া। যা সদ্য ভাইরাল হয়েছে।

জয়া বলেছিলেন, ‘শুধু নামটা শুনেই আমি এমন ছবি কখনও দেখতে যাব না। টয়লেট এক প্রেম কথা, এটা কি কোনও নাম? দয়া করে বলুন আপনাদের মধ্যে কতজন এ ধরনের নামের ছবি দেখতে যাবেন? এত লোকের মধ্যে ৪ জন হাত তুলছে, খুব দুঃখজনক। এটা তো ফ্লপ, ফ্লপ ছবি। আজকাল তো রাজনৈতিক দলগুলোর ছবি তৈরি করছে।’ আর জয়ার এই বক্তব্যেই ক্ষেপে লাল নেটিজেনরা।

Latest Videos

৭৫ কোটি টাকা বাজেটে নির্মিত অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার অভিনীত টয়লেট- এক প্রেম কথা শুধুমাত্র দর্শকদের কাছে প্রশংসাই পায়নি, বিশ্বব্যাপী ৩১১.৫ কোটি টাকা আয়ও করেছে। শুধু ভারত নয়, চিনেও ছবিটি সাফল্য পেয়েছিল। সেই সময় এই ছবি রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সময় অক্ষয়ের সবচেয়ে বেশি আয় করা ছবি ছিল এটি। জয়ার বক্তব্য ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা হয়ে যায়। সকলেই কটাক্ষ করেন জয়া বচ্চনকে।

একজন লেখেন, ‘টয়লেট খুব ভালো ছবি। এটা জনসমক্ষে যে বিষয় নিয়ে খুব একটা আলোচনা হত না সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে। আমি মনে কবি এটা একটা হিট ছবি।’

একজন লেখেন, ‘কতটা হাস্যকর। এই ছবিটি গ্রামে থাকা ভারতীয় নারীদের সমস্যা সম্পর্কে একটা ভালো বার্তা ছিল। ওঁর মতো মানুষেরা বিলাসবহুল জীবনযাপন করে, এই সব কথা বলে। অক্ষয় খুবই ভালো কাজ করেছিলেন।’

একজন লেখেন, ‘ওঁকে জিজ্ঞাসা করুন ওঁর ছেলে অভিষেকের ছবি কতজন দেখতে যায়, একজনও হাত তুলবে না।’

একজন লেখেন, ‘… টয়লেট এক প্রেম কথা ২১৬ কোটিস প্যাডম্যান ১৯১ কোটি আয় করেছিল। অভিষেকের ছবির চেয়ে অনেক বেশি। তাছাড়াও অমিতাভ বচ্চনকে পিকু ছবিতে শুধু টয়লেট সম্পর্কেই কথা বলতে শোনা গিয়েছিল।’

 

Share this article
click me!

Latest Videos

‘পিতৃপরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক!’ Mamata Banerjee-র Humayun Kabir-কে ধুয়ে দিলেন Suvendu Adhikari
'৩১ মার্চের মধ্যে কেন্দ্রের টাকা প্রাপকদের না দিলে...' চরম হুঁশিয়ারি শুভেন্দুর | Suvendu Adhikari
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest
খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু, হিন্দু ভোটারদের বাংলাদেশী বানানোর চক্রান্ত! দেখুন | Suvendu Adhikari
আকাশে উড়ছে ড্রোন, উগ্রপন্থীদের খোঁজে চিরুনি তল্লাশি, আতঙ্ক এলাকায় | Search Operation | Hiranagar