Shefali Jariwala: হৃদরোগ না অন্য কোনও কারণ? শেফালি জারিওয়ালার মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশ

Published : Jun 28, 2025, 04:31 PM ISTUpdated : Jun 28, 2025, 04:42 PM IST
Shefali Jariwala

সংক্ষিপ্ত

Shefali Jariwala's death: শুক্রবার রাতে মুম্বইয়ে মৃত্যু হয়েছে 'কাঁটা লাগা' (Kaanta Laga) খ্যাত শেফালি জারিওয়ালার। এই শিল্পীর মৃত্যুর কারণ কী, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি মুম্বই পুলিশ (Mumbai Police)। এই কারণে তদন্ত চলছে।

Cause of Shefali Jariwala's death: হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে না অন্য কোনও কারণ ছিল? 'কাঁটা লাগা গার্ল' (Kaanta Laga Girl) শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। মুম্বই পুলিশের (Mumbai Police) পক্ষ থেকে সরকারিভাবে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে এই নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ফলে এ বিষয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। শনিবার সকালে সংবাদসংস্থা এএনআই-কে মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘আন্ধেরি (Andheri) অঞ্চলে তাঁর বাড়িতে শেফালি জারিওয়ালার দেহ পাওয়া যায়। শুক্রবার রাত একটা নাগাদ এই খবর পায় মুম্বই পুলিশ। তাঁর দেহ ময়নাতদন্তের (Postmortem) জন্য কুপার হাসপাতালে (Cooper Hospital) পাঠানো হয়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।’

শেফালির রহস্যজনক মৃত্যু?

শুক্রবার রাতে শেফালিকে নিয়ে মুম্বইয়ের বেলেভ্যু মালটিস্পেশালিটি হসপিটালে (Bellevue Multispeciality Hospital) যান তাঁর স্বামী অভিনেতা পরাগ ত্যাগী (Parag Tyagi)। তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন। তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, আগেই শেফালির মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে শেফালির মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল, পুলিশ বা পরিবার সরকারিভাবে এ বিষয়ে কিছু জানায়নি। ফলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না।

শেফালির বাড়িতে ফরেন্সিক বিশেষজ্ঞরা

মুম্বই পুলিশের ফরেন্সিক দল শেফালির বাড়িতে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। যিনি রান্না করেন, তাঁর সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খাবারে বিষক্রিয়া বা অন্য কোনও কারণে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মুম্বই পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই শেফালির মৃত্যুর আসল কারণ জানা যাবে। ফলে আপাতত অপেক্ষা করছে মুম্বই পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত