অবশেষে নাইসার রূপ নিয়ে মুখ খুললেন কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের রূপ নিয়ে পর্দাফাঁস করলেন বলি নায়িকা। তিনি জানিয়েছেন নাইসা সারাক্ষণ সোশ্যাল মিডিয়া ঘাঁটে। নিজের রূপচর্চা এবং স্বাস্থ্য নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করে। সপ্তাহে তিনবার ফেস মাস্ক লাগায়। আমাকেও করতে বলে। ও পুরো ওর বাবার মতো, নিজের চেহারা ও স্বাস্থ্য নিয়ে সচেতন।