পা টলমল, হাঁটতে পারছেন না নাইসা, মধ্যরাতের পার্টিতে বেসামাল কাজল কন্যাকে কটাক্ষ নেটিজেনদের

Published : Feb 14, 2023, 01:10 PM IST

গোটা বলিপাড়া যখন মত্ত সিদ্ধার্থ-কিয়ারার গ্র্যান্ড রিসেপশনে, সেই রাতেই জমিয়ে পার্টি করলেন বলিপাড়ার স্টারকিডরা। ইতিমধ্যেই সেই পার্টির ঝলক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  পার্টিতে যাওয়ার ও ফেরার সময় নাইসাকে দেখে চমকে উঠেছেন ভক্তরা, দেখে নিন ছবিগুলি। 

PREV
112


কাজল কন্যা নাইসা দেবগণকে নিয়ে চর্চা যেন দিন দিন বেড়েই চলেছে। বলিউডের স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। তারা কোথায় কখন যাচ্ছেন,কী করছেন সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। 

212

 তারকা সন্তানরা এমনিতেই রাজকীয় জীবনযাপন করেন। সেই লিস্টে ইতিমধ্যেই রয়েছেন অজয়-কাজল কন্যা নাইসা। হামেশাই রাতের বেলা হোক বা দিনের বেলা পুরুষবন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত থাকেন নাইসা।
 

312

 সিদ্ধার্থ-কিয়ারার গ্র্যান্ড রিসেপশনের রাতেই জমিয়ে পার্টি করলেন বলিপাড়ার স্টারকিডরা। ইতিমধ্যেই সেই পার্টির ঝলক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে পার্টিতে যাওয়ার ও ফেরার সময় কাজল কন্যা নাইসাকে দেখে চমকে উঠেছেন ভক্তরা।
 

412

গোলাপি রঙের পোশাক পরে বেশ সুন্দর করেই সেজেগুজে পার্টিতে এসেছিলেন নাইসা। পোশাকের সঙ্গে ম্যাচ করে  চোখে আইশ্যাডো, ঠোঁটে গোলাপি লিপস্টিক,  গালে চকচকে শিমার-সবটাই পারফেক্ট ছিল তবে ফেরার সময় তার কিছুই ছিটেফোটা ছিল না। যা দেখেই হতবাক হয়েছেন ভক্তরা। ছবি ভাইরাল হতেই চরম ট্রোলড হয়েছেন নাইসা।
 

512


বি-টাউনে স্টারকিডদের জনপ্রিয়তা সবসময়েই তুঙ্গে। কিছু করেই হোক বা না করেই পাপারাৎজির চোখ সর্বদাই যেন তাদের দিকেই রয়েছে। তেমনই স্টারকিডদের মধ্যে সর্বদাই সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন অজয়-কাজল কন্যা নাইসা দেবগণ। 

612

নাইসাকে  তার প্রিয় বন্ধু ওরহান আওয়াত্রামনির সঙ্গে  পাবে ঢুকতে দেখা গেছে। এর আগেও বহুবার নাইসার সঙ্গে তাকে দেখা গেছে। মধ্যরাতে পার্টি থেকে বেরানোর সময় পুরো বেসামাল অবস্থায় দেখা গেছে কাজল কন্যা নাইসাকে।
 

712

মাঝরাতে পার্টি থেকে বেরানোর সময়ে নাইসার পা যেমন টলমল করছিল, তেমনই ছিল না রুপটান। চোখের আইশ্যাডো  থেকে লিপস্টিক সবটাই মুছে গিয়েছে। পুরো বিধ্বস্ত অবস্থায় দেখা গিয়েছে কাজল কন্যাকে, যা দেখেই সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

812


নাইসাকে দেখেই কটাক্ষের ঝড় উঠেছে নেটদুনিয়ায়। কেউ লিখেছেন,  আরে নাইসা তো হাঁটতেই পারছেন না। কেউ আবার খোঁচা মেরে বলেছেন,লিপস্টিক, মেক আপ কে তুলে দিল, কেউ আবার বলেছেন, প্রবেশ-প্রস্থানের ম্যাজিকেই নায়সা বদলে গেল।

912

সম্প্রতি মধ্যরাতের পার্টিতে শুধু ওরহান নয়, বরং সইফ পুত্র ইব্রাহিম আলি খান, শ্বেতা কন্যা পলক তিওয়ারি, শাহরুখ পুত্র আরিয়ান খান এবং কন্যা  সুহানা খান সহ আরও অনেকেই।

1012

তারকা সন্তানরা এমনিতেই রাজকীয় জীবনযাপন করেন। সেই লিস্টে ইতিমধ্যেই রয়েছেন অজয়-কাজল কন্যা নাইসা।  রাতে একদল পুরুষবন্ধুর সঙ্গে পার্টি করতে দেখা গেল নাইসাকে, ছবি ভাইরাল হতেই চরম ট্রোলড হয়েছেন নাইসা।

1112

রাতভর পার্টি, খানাপিনা, হৈ-হুল্লোড় করতে ভীষণই ভালবাসেন নাইসা দেবগণ। হামেশাই বন্ধুদের সঙ্গে রোস্তোরাঁ, পাবের বাইরে দেখা যায় নাইসাকে। এবারও তার অন্যথা হল না। পার্টিতে মত্ত নাইসাকে নিয়ে উত্তাল হয়েছে নেটদুনিয়া।

1212

একদল পুরুষের সঙ্গে নাইসা দেখা মাত্রই নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। নাইসার নাকি অত্যন্ত পুরুষ সঙ্গী বেশি, তার স্বভাব পুরুষ ঘেষা, এবার পুরুষ বন্ধু নিয়ে নিন্দুকরা চর্চা শুরু করলেন। তবে বন্ধুদের প্রসঙ্গে নাইসা আগেও বলেছেন, ছেলে হোক কিংবা মেয়ে সবাই আমার বন্ধু। তারা পাশে থাকলে চারপাশের সবকিছু সহজ হয়ে যায়।
 

click me!

Recommended Stories