সিদ্ধার্থ ও কিয়ারার রিসেপশনে হাজির ছিলেন বলিউডের বেবো করিনা কাপুর। গোলাপি রঙের সিকুয়েন্সের শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ, কানে বড় কানের দুল পরেছিলেন করিনা কাপুর খান। সাদা শার্ট, কালো রঙের ব্লেজার স্যুটে দেখা গিয়েছে বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহরকে। সঙ্গে গলায় টাই, নর্ডি চশমা ও মানানসই জুতে পরে করিনা কাপুরের সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন করণ জোহর।