৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে রূপকথার রাজকীয় বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনে হাজির বলিউডের একাংশ। নক্ষত্র সমাবেশে হাজির ছিলেন বলিউড তারকা থেকে ইন্ডাস্ট্রির নামী-দামী ব্যক্তিত্ব, রইল চাঁদের হাটের ঝলক।
Web Desk - ANB | Published : Feb 13, 2023 12:17 PM / Updated: Feb 13 2023, 12:18 PM IST
রাজকীয় বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশন। আগেই শোনা গিয়েছিল ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন বসতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারার। সেইমতো গোটা বলিউডকে নিয়েই গ্র্যান্ড রিসেপশন পার্টি দিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।
জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের দিন হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন, সেই কারণে রিসেপশনে গোটা বলিউডকেই ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। এবং সেই তালিকাটাও বেশ দীর্ঘ।
বিয়ের পর দ্বিতীয় গ্র্যান্ড রিসেপশন পার্টি মুম্বইয়ে রেখেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বর ও কনে পক্ষের নক্ষত্র সমাবেশে হাজির ছিলেন বলিউড তারকা থেকে ইন্ডাস্ট্রির নামী-দামী ব্যক্তিত্ব। সকলের গ্ল্যামারাস লুক ও উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।
সাদা-কালো পশ্চিমী পোশাকে রাজকীয় লুকে ধরা দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এদিন কালো রঙের গর্জিয়াস স্যুট পরেছিলেন সিদ্ধার্থ এবং সাদা-কালো লো নেক গাউনে সেজেছিলেন পাঞ্জাবি পরিবারের পুত্রবধূ কিয়ারা আদবানি।
সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল পুরো হোটেলের লবি। তার মাঝেই লেখা সিদ্ধার্থ ও কিয়ারার আদ্যক্ষর এস ও কে। সেই ফুলের ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে একের পর এক ছবিতে পোজ দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।
গ্র্যান্ড রিসেপশন পার্টিতে বলি ডিভাদের থেকে চোখ ফেরানো দায় ছিল। সকলেরই রূপের ছটা যেন ঠিকরে বেরোচ্ছিল। গর্জিয়াস পোশাক থেকে মেক আপ সবটাতেই একে অপরকে টেক্কা দেওয়ার মতো। সিদ্ধার্থ ও কিয়ারার গ্র্যান্ড রিসেপশনে হাজির হয়েছিলেন বলি নায়িকা আলিয়া ভাট। এদিন রূপোলি রঙের সিক্যুইন শাড়ি ও স্লিভলেস ব্লাউজে নজর কেড়েছেন নতুন মা আলিয়া ভাট। সবুজ -লাল মাল্টিকালারের সালোয়ার স্যুটে নজর কেড়েছেন নীতু কাপুর।
সিদ্ধার্থ ও কিয়ারার রিসেপশনে হাজির ছিলেন বলিউডের বেবো করিনা কাপুর। গোলাপি রঙের সিকুয়েন্সের শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ, কানে বড় কানের দুল পরেছিলেন করিনা কাপুর খান। সাদা শার্ট, কালো রঙের ব্লেজার স্যুটে দেখা গিয়েছে বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহরকে। সঙ্গে গলায় টাই, নর্ডি চশমা ও মানানসই জুতে পরে করিনা কাপুরের সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন করণ জোহর।
শাহরুখ পত্নী গৌরী খানকে দেখে সকলের চোখ আটকে গিয়েছিল। বলি অভিনেত্রীদের সমানে সমানে কড়া টক্কর দেন গৌরী খান। কমলা রঙের গাউন পরে সিড-কিয়ারার রিসেপশনে হাজির হয়েছিলেন গৌরী খান। অন্যদিকে মাহিপ কাপুরকেও সিদ্ধার্থ ও কিয়ারার রিসেপশনে জমকালো পোশাকে দেখা গিয়েছে। সোনালি সাটিন-সিল্ক স্লিপ টপের সঙ্গে স্টাইলিশ বেইজ রঙের দুর্দান্ত জ্যাকেট পরেছিলেন মাহিপ কাপুর।
শাহিদ কাপুরের স্ত্রী সর্বদাই শিরোনামে থাকেন। বলি তারকাদের মতোই তার উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কাড়ে। বেইজ রঙের শাড়িতে নজর কেড়েছেন মীরা রাজপুত।
মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছেলে আকাশ আম্বানি স্ত্রী শ্লোকা মেহতার সঙ্গে কিয়ারা রিসেপশনে হাজির ছিলেন। কালো রঙের এমব্রয়ডাপি শাড়িতে নজর কাড়েন শ্লোকা এবং নীল শার্ট ও কালো ব্লেজার স্যুটে পার্টিতে ধরা দেন আকাশ আম্বানি।
করণের আরও এক স্টুডেন্ট বরুণ ধাওয়ান স্ত্রী নাতাশার সঙ্গে সিড-কিয়ারার রিসেপশনে হাজির হয়ে। কালো প্যান্ট ও সাদা ব্লেজার পরে নজর কেড়েছেন বরুণ ধাওয়ান। এবং ল্যাভেন্ডার রঙের লেহেঙ্গা পরে ধরা দিয়েছেন নাতাশা দালাল।