মুক্তি পেতে চলেছে “কল্কি ২৮৯৮ এডি” ! দুর্ধর্ষ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় কে?

মুক্তি পেতে চলেছে “কল্কি ২৮৯৮ এডি” ! কোন চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় কে?

Anulekha Kar | Published : Jun 11, 2024 6:16 AM IST / Updated: Jun 11 2024, 01:17 PM IST

মুক্তি পেতে চলেছে কল্কি ২৮৯৮ এডি। এই ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছেন দর্শকদের। সোমবারই প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার।

ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এই ছবিতে একটি নজর কাড়া চরিত্রো দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কেও। তবে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে তা জানা গেল ট্রেলার রিলিজের পরে। কল্কি ২৮৯৮ এডি-তে একটি দুর্ধর্ষ অবতারে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

কেমন হতে চলেছে ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎ, তাই কাল্পনিক ভাবে এই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পরিচালক নাগ অশ্বীন। ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারে অ্যাকশনের সঙ্গে সঙ্গে রয়েছে দুর্দান্ত গ্রাফিক্স। এই ছবিতে অমিতাভের লুক দেখে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। আগামী ২৭ জুন মুক্তি পাচ্ছে কল্কি ২৮৯৮ এডি। এদিকে ট্রেলার মুক্তির আগে থেকেই আমেরিকায় খুলে দেওয়া হয়েছে অগ্রিম বুকিং।

 

 

এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে শাশ্বতকে। অমিতাভ ছাড়াও এই ছবিতে দেখা যাবে কামাল হাসানকে। ট্রেলার লঞ্চলের এক ঘণ্টার মধ্যেই প্রায় এক মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Rachana Banerjee | 'সোহম ঠিক কাজ করেনি' রেস্তোরাঁ মালিককে মারধরের ইস্যুতে সরব রচনা বন্দ্যোপাধ্যায়
আছে প্রমাণ, বড় পদক্ষেপ! রেখা, ববি, হিরণকে নিয়ে 'খেলা' ঘোরাবেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhikari
Suvendu Adhikari : রাজ্যপাল নিজে ডেকেছেন, পুলিশ আটকাল কেন? প্রশ্ন শুভেন্দুর
Suvendu Adhikari : 'ভিডিও ফুটেজই প্রমাণ, ওকে গ্রেফতার করা উচিৎ' সোহম প্রসঙ্গে সাফ জবাব শুভেন্দুর!
Daily Horoscope Live: ১৪ জুন শুক্রবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা