কঙ্গনা ট্রাম্পের পেনসিলভানিয়ার সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার ছবি শেয়ার করেছেন এবং তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন।
কঙ্গনা নিজের ইনস্টাগ্রামে পেনসিলভানিয়ার সমাবেশে ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়া ছবি পোস্ট করেন। করে লেখেন, আমি এই সময় আমেরিকা থাকলে ট্রাম্পকে ভোট দিতাম। গুলি লাগার পর উঠে দাঁড়িয়ে ভাষণ শেষ করেছেন যেভাবে, এক কথায় টোটাল কিলার।
চলতি বছরেই জুলাই মাসে নির্বাচনী প্রচারে গিয়ে হুলি লাগে ট্রাম্পের। পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। তাঁর কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলেন শুরু করেন ট্রাম্প। তখনই তাঁকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়া হয়। ট্রাম্পের ডান দিনের কানের পাশ দিয়ে গুলি চলে যায়। রক্তক্ষরণ শুরু হয়। তা সত্ত্বেও হার মানেননি তিনি। তারপর দাঁড়িয়ে হাত মুঠো করে আকাশের দিকে ছোঁড়েন। সেই ছবি নিমেষে ভাইরাল হয়। সভায় উপস্থিত বাকিরাও নিচু হয়ে বসে পড়ে। দ্রুত ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার কথা উল্লেখ করে কঙ্গনা জানান নিজের মনের কথা। তিনি বলেন, তিনি ট্রাম্পকে সমর্থন করেন। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েঠেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকায় হ্যারিসের জনপ্রিয়তা কম নয়। সেখানের মানুষ তো বটেই বিশেষ করে মহিলারা তাঁকে সমর্থন করেন। ইস্যুভিত্তিক ভোটে এবার আমেরিকায় অভিবাসন নীতির পাশাপাশি গুরুত্ব পেয়েছে গর্ভপাতের অধিকার। তাই মহিলাদের সমর্থন ছিল কমলার দিকে।
এদিকে কঙ্গনার এই পোস্ট মুহূর্তে হয়েছে ভাইরাল। তাঁর বক্তব্য নজর কেড়েছে। আমেরিকার নির্বাচন নিয়ে মন্তব্য করে খবরে এসেছেন কঙ্গনা। তিনি এবার জানিয়েছেন ট্রাম্পের প্রতি তাঁর দুর্বলতার কথা।