কারও নতুন প্রেম তো কারও বিচ্ছেদ, দেখে নিন গোটা জুলাই জুড়ে খবরে ছিলেন কোন কোন তারকা

Published : Aug 01, 2023, 11:26 AM ISTUpdated : Aug 01, 2023, 11:32 AM IST

বলিউড সরগরম হয়েছে কারও প্রেমের খবরে, তো কারও হয়েছে ডিভোর্স। আজ রইল ১০ তারকার কথা। নানান কারণে গোটা জুলাই জুড়ে এই ১০ তারকা ছিলেন খবরে, দেখে নিন কে কে। 

PREV
110

অনন্যা ও আদিত্য

গোটা জুলাই জুড়ে চলেছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের প্রেমের খবর। পর্তুগালে ঘুরতে গিয়েছিল অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। সেখানে তাদের গোপন ছবি ভাইরাল হয়েছিল। এছাড়া, গোটা জুলাই জুড়ে একাধিক বার তাদের দেখা গিয়েছে গোপন ডেটিং-এ।

210

আমিশা প্যাটেল

জুলাই জুড়ে খবরে আমিশা প্যাটেল। গদর ২ দিয়ে বলিউডে কামব্যাক করছেন তিনি। প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ছবির সিক্যুয়েল। আমিশা প্যাটেলকে দেখা যাবে এই ছবির প্রধান চরিত্রে। সানি দেওলের সঙ্গে বক্স অফিসে ফিরছেন আমিশা। ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। ২০১৮ সালে শেষ তাঁকে ছবির পর্দায় দেখা গিয়েছিল।

310

সানি দেওল

জুলাই জুড়ে খবরে ছিলেন সানি দেওল। অগস্টের ১১ তারিখ আসছে তাঁর গদর ২। প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ছবির সিক্যুয়েল। আমিশা প্যাটেলকে দেখা যাবে এই ছবির প্রধান চরিত্রে। সানি দেওল ও আমিশার জুটি ফের ফিরছে বক্স অফিসে ।

410

ধর্মেন্দ্র

বহুদিন পর ছবির পর্দায় দেখা যায় ধর্মেন্দ্রকে। ২০২০ সালে একটি পঞ্জাবি ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র। তারপর ২০২১ সালে একটি শর্ট ফিল্মে দেখা যায়। এবার বহুদিন পর রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিতে অভিনয় করে ধর্মেন্দ্র। যা জুলাই-এ মুক্তি পায়। শেষ ২০১৮ সালে বলিউড ছবি ইয়ামলা পাগলা দিওয়ানা-তে দেখা গিয়েছিল তাঁকে।

510

আলিয়া ও রণবীর সিং

জুলাই মাসে মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহিনি। মা হওয়ার পর এই ছবি দিয়ে কামব্যাক করলেন আলিয়া। ছবিতে উঠে এসেছে এক রোম্যান্টিক প্রেমের গল্প। ২৮ জুলাই মুক্তি পয়েছে আলিয়া-রণবীর সিং অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহিনি।

610

আলিয়া ও রণবীর কাপুর

জুলাই জুড়ে খবরে আলিয়া-রণবীর কাপুর। শোনা যায়, তাদের নাকি বিচ্ছেদ হচ্ছে। আসলে রণবীরের ফ্যামিলি ট্যুরে দেখা মেলেনি আলিয়া ও রাহার। এর পর থেকেই শুরু হয় গুঞ্জন। শোনা যায় তাদের সম্পর্কের অবনতির কথা। তবে, তা যে সম্পূর্ণ গুজব ছিল তা সময়ের সঙ্গে স্পষ্ট বোঝা যায়।

710

করণ জোহর

রকি অউর রানি কি প্রেম কাহিনি নিয়ে খবরে করণ জোহর। প্রায় ৭ বছর পর কোনও ছবি পরিচালনা করলেন করণ জোহর। আপাতত তাঁকে প্রযোজকের ভূমিকাতেই দেখা যায়। এবার দীর্ঘদিন পর আলিয়া ও রণবীর অভিনয় করল করণ জোহরের পরিচালনায় রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিতে।

810

ফরদিন খান

বিচ্ছেদের কারণে খবরে এলেন ফরদিন খান। স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদ হল তাঁর। দীর্ঘদিনে দাম্পত্য সম্পর্ক ইতি হওয়ার কারণে খবরে এলেন বলি তারকা ফরদিন খান।

910

তমন্না ও বিজয়

তমন্না ও বিজয়ের প্রেমের সম্পর্কে সরগরম সম্পূর্ণ বিনোদন জগত। বছর শেষের এক পার্টিতে তাঁদের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছিল। এই থেকেই সকলে আন্দাজ করেছিলেন সম্পর্কে আছেন তমন্না ও বিজয়। তবে, চলতি মাসে সম্পর্কের কথা স্বীকার করেন তমন্না ও বিজয়।

1010

কঙ্গনা রানাওয়াত

ফের বিতর্কিত মন্তব্য করে খবরে ছিলেন কঙ্গনা। তিনি আলিয়া ও রণবীর কাপুরকে ভুয়ো স্বামী-স্ত্রী জুটি বলেন। যারা বিভিন্ন ফ্লোরে থাকে এবং দাম্পতি হওয়ার ভান করে। বলেন, তাঁর কাছে দাবি করা হয় বিয়েটা লোক দেখানো। সন্তানও সেই প্রচারের অঙ্গ।

click me!

Recommended Stories