ছবি শেয়ার করে ক্যাপশনে করিনা লিখেছেন, এই দুর্দান্ত হোলি সেশনের শেষে একটা ঘুমের জন্য আর অপেক্ষা করতে পারছি না। তোমায় খুব মিস করছি সইফু। সবাইকে রং, ভালবাসা, অনেক আনন্দ পাঠালাম। তোমাদের ভালবাসি ইনস্টা পরিবার। করিনার এই ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন করিশ্মা কাপুর, রিয়া কাপুর, মণীশ মলহোত্রা সহ আরও অনেকেই।