স্বামী সাইফকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন করিনা কাপুর খান, উপস্থিত ছিলেন সারা-ইব্রাহিমও

Published : Jan 17, 2025, 07:43 PM ISTUpdated : Jan 17, 2025, 07:44 PM IST

সাইফ আলি খানের উপর হামলার পর করিনা কাপুর, সারা, ইব্রাহিম এবং সোহা হাসপাতালে ছুটে যান। সাইফ কিছুদিন হাসপাতালেই থাকবেন।

PREV
17

রাত ২টায় সাইফ আলি খানের উপর এক অজ্ঞাত ব্যক্তি ছুরি দিয়ে হামলা করে। এরপর তাকে লিলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। স্বামী সাইফের খোঁজ নিতে করিনা ছুটে যান হাসপাতালে। জানা যাচ্ছে, রণবীর কাপুর এবং আলিয়া ভাটও হাসপাতালে গিয়েছিলেন। তাদের গাড়ি হাসপাতালের বাইরে দেখা গেছে।

27

স্বামী সাইফ আলি খানকে দেখতে বৃহস্পতিবার লিলাবতী হাসপাতালে যান করিনা কাপুর। এই সময় তিনি মেরুন শার্ট এবং জিন্স পরেছিলেন।

37

স্বামী সাইফ আলি খানকে দেখার পর হাসপাতাল থেকে বের হতে দেখা যায় করিনা কাপুরকে। জানা গেছে, সাইফ কিছুদিন হাসপাতালেই থাকবেন।

47

বাবা সাইফ আলি খানের উপর হামলার পর সারা এবং ইব্রাহিম আলি খান বেশ চিন্তিত দেখালেন। দুজনেই বাবার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন।

57

করিশ্মা কাপুরও সাইফ আলি খানের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন। তাকে হাসপাতালের বাইরে দেখা গেছে।

67

করিনা কাপুরের মাসি রিমা জৈনের ছেলে আরমান জৈন স্ত্রীকে নিয়ে সাইফ আলি খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

77

সাইফ আলি খানের বোন সোহা আলি খানও ভাইয়ের খোঁজ নিতে লিলাবতী হাসপাতালে গিয়েছিলেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories