বলা হয় সতীন কখনো বন্ধু হতে পারে না, কিন্তু তা সত্য নয়। করিনা কাপুর এবং অমৃতা সিং ভালো সম্পর্ক রাখেন। করিনা যখন সাইফের স্ত্রী হতে চলেছিলেন, তখন তিনি সারা আলি খানের সাথে বিশেষ সাক্ষাৎ করেছিলেন। করিনাকে প্রায়ই দ্বিতীয় স্ত্রী বলে ডাকা হয়। এক সাক্ষাৎকারে করিনা অমৃতাকে বিশ্বের সেরা মা বলেছিলেন।