করিনা, সারা ও ইব্রাহিমের সম্পর্ক কেমন জানেন? রইল এক আধুনিক পরিবারের গল্প

Published : Jan 21, 2025, 09:02 PM IST

করিনা কাপুর তাঁর সৎ সন্তান সারা এবং ইব্রাহিমের সাথে কেমন সম্পর্ক রাখেন? জেনে নিন এক আধুনিক পরিবারের গল্প এবং বেবোর সুন্দর সম্পর্কের কথা।

PREV
15

সাইফ আলি খান চার সন্তানের জনক। সারা আলি এবং ইব্রাহিম আলি খান প্রথম পত্নী অমৃতার সন্তান। করিনা কাপুরের গর্ভে তাঁর দুই পুত্র তৈমুর এবং জেহ। তিনি চার সন্তানকেই ভালোবাসেন। কিন্তু সবচেয়ে বেশি নজর কাড়েন করিনা কাপুর। সৎ মা হয়েও তিনি সারা-ইব্রাহিমের সাথে দারুণ সম্পর্ক বজায় রাখেন।

25

বলা হয় সতীন কখনো বন্ধু হতে পারে না, কিন্তু তা সত্য নয়। করিনা কাপুর এবং অমৃতা সিং ভালো সম্পর্ক রাখেন। করিনা যখন সাইফের স্ত্রী হতে চলেছিলেন, তখন তিনি সারা আলি খানের সাথে বিশেষ সাক্ষাৎ করেছিলেন। করিনাকে প্রায়ই দ্বিতীয় স্ত্রী বলে ডাকা হয়। এক সাক্ষাৎকারে করিনা অমৃতাকে বিশ্বের সেরা মা বলেছিলেন।

35

করিনা কাপুর সাধারণ সৎ মা নন। সারা তাঁকে মা বলে ডাকেন না এবং করিনাও মায়ের জায়গা নেওয়ার চেষ্টা করেন না। সারার সাথে করিনা বন্ধুর মতো সম্পর্ক রাখেন। করিনা কাপুর সম্পর্কের মর্যাদা বজায় রাখতে জানেন। তিনি কখনও সাক্ষাৎকারে সারা বা ইব্রাহিমের বিষয়ে কথা বলেন না।

45

স্বামীর প্রথম সন্তানদের গ্রহণ করতে অনেক মহিলার সমস্যা হয়। কিন্তু করিনা কাপুর কখনও এমনটা করেননি। সাইফ আলি খান চার সন্তানের সাথেই একই রকম সম্পর্ক বজায় রাখেন। করিনা নিজেই সাইফ এবং সারা-ইব্রাহিমের মিলনমেলার আয়োজন করেন।

55

করিনা কাপুর সৎ এবং নিজের সন্তানদের মধ্যে কোনো পার্থক্য করেন না। রাখি থেকে দীপাবলি পর্যন্ত সবাই একসাথে থাকেন। সারা-ইব্রাহিমও তৈমুর এবং জেহকে ভালোবাসেন। যা একটি ভালো পরিবারের লক্ষণ।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories