Katrina Kaif: পাঁচটি ছবি মোড় ঘুরিয়ে দিতে পারত ক্যাটরিনার , জানুন কেন সেগুলিতে অভিনয় করেননি তিনি

Published : Aug 26, 2023, 07:31 PM IST

পাঁচটি ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। যা নিয়ে আজও ঘনিষ্টদের কাছে আক্ষেপ করে থাকেন। পাঁচটি সিনেমাই বক্সঅফিসে দুর্দান্ত সফল। 

PREV
16
ক্যাটরিনার আক্ষেপ

বলিউডের নম্বার ওয়ান স্টার ক্যাটরিনা কাইফ। তবে কঠোর পরিশ্রম করেই সেরার শিরোপা পেয়েছেন তিনি। কিন্তু পাঁচটি ছবি যা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারত তেমনই ছবির অফার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। যা আজও তাঁকে হতাশ করে। পড়তে হয় সমালোচনার মুখে।

26
বরফি

অনুরাগ বাসুর বরফি। ইলিনা ডিক্রুজের জায়গায় পরিচালকের প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা। রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করার প্রস্তাবও দেন। কিন্তু কোনও সাড়া দেননি অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর অভিনীতি এই ছবি বক্স অফিসে সফল ছিল। পাশাপাশি প্রচুর পুরষ্কারও পেয়েছিল।

36
চেন্নাই এক্সপ্রেস

যশ চোপ়ড়ার ব্যানারে শাহরুখ খানের বিপরীতে দীপিকা পড়ুকনের জায়গায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ক্যাটরিনা। ২০১৩ সালে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। আশঙ্কা ছিল দক্ষিণী মহিলার চরিত্র তিনি ফুটিয়ে তুলতে পারবেন কিনা। তারপরই দীপিকা এই অফার লুফে নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন।

46
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি

অয়ন মুখার্জির ছবি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির জন্যও প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা। কিন্তু হাতে প্রচুর কাজ থাকায় দিন দিতে পারেননি। তাই বাদ পড়তে হয়। তা চলে যায় দীপিকার কাছে।

56
গুন্ডে

২০১১ সালে গুন্ডে ছবির জন্য ইন্সপেক্টর নন্দিতা সেনগুপ্তের রোলের জন্য পরিচালক আব্বাস জাফরের প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা। কিন্তু ক্যাটরিনা এই ছবির জন্য সময় বার করতে পারেননি। তাই ছবিটির জন্য অফার করা হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। তিনি রাজি হয়ে যান। তারপর ছবি বক্স অফিসে তুমুল সাফল্য পায়।

66
বাজিরাও মাস্তানি

রণবীর সিং, দীপিকা পাড়ুকন, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সঞ্জয় লীনা বানসালীর ছবি বাজিরাও মাস্তানি বক্স অফিসে সফল। তিন জনের অভিনয় প্রশংসা পেয়েছিল। কিন্তু এই ছবির জন্য মাস্তানির রোলের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা কাইফ। কিন্তু তিনি রাজি হননি। তারপরই পরিচালক যান দীপিকার কাছে। তিনি এই ছবিতে অনবদ্য অভিনয় করেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories