International Dog Day: সলমন ক্যাটরিনা কিংবা অমিতাভ বচ্চন, বিশ্ব কুকুর দিবসে দেখে নিন তারকাদের প্রিয় পোষ্যের ছবি

Published : Aug 26, 2023, 01:55 PM IST

কারুর পোষ্য রাস্তার ইন্ডি‌ প্রজাতি, কারুর আবার শান্ত ল্যাব্রাডর, আন্তর্জাতিক কুকুর দিবসে রইল একঝাঁক তারকাদের প্রিয় সারমেয়দের ছবি। 

PREV
17

ছোট্ট শান্ত চারপেয়ে-কে কোলে নিয়ে সরল হাসি হাসলেন অমিতাভ বচ্চন।

27

রাস্তা থেকে তুলে এনে প্রিয় লিলিকে পালন করেছেন অভিনেত্রী জিনাত আমন।

37

প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয় ‘ডায়না’ অবশ্য ইন্সটাগ্রামের রাজকুমারী বলেই পরিচিত।

47

ঋত্বিক রোশনের জ়েন অবশ্য মালিকের জিমখানাকেই বেশি পছন্দ করে। 

57

ম্যাক্সের সঙ্গে সিঁড়িতে বসে পোজ় দিয়েছিলেন বলি-সুন্দরী ক্যাটরিনা কাইফ। 

67

পোষ্য সারমেয় ‘অওরা’-র সঙ্গে খোশ মেজাজে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। 

77

ভাইজান সলমন খানের প্রিয় বক্সারটি অবশ্য যতই গোমড়ামুখো হোক, নিজের মালিকের কাছে যে সে আদুরে খোকা, তা তো খানসাহেবের ছবিতেই স্পষ্ট।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories