অজয় দেবগনের ফিটনেস রুটিন
অজয় দেবগনের ব্যক্তিত্ব যতটা শান্ত, তার শারীরিক গঠন ততটাই দৃঢ়। ৫০ বছর বয়স পেরিয়েও যদি তার বাইসেপ্স কোন ২৫ বছরের যুবকের থেকে কম না লাগে, তাহলে এর পেছনে রয়েছে তার দেদিকেশন, ডিসিপ্লিন এবং দেশি ফিটনেস ফর্মুলা। অজয় দেবগনের ফিটনেসের ৭ টি টিপস, যা আপনাকেও বানিয়ে দিতে পারে সিংহম!