১৪ বছরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন করিনা? জানেন সেই সন্তান কার ছিল? এই গুজব তোলপাড় করে বলিউড

Published : Jul 02, 2025, 01:03 PM IST
kareena kapoor to akshay kumar and these bollywood celebs first film fees

সংক্ষিপ্ত

বলিউড তারকা করিনা কাপুর খানকে নিয়ে রটেছে নানান গুজব। কথিত আছে, মাত্র ১৪ বছর বয়সে নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি। সেই সন্তানের বাবা কে ছিলেন, তা নিয়েও রয়েছে জল্পনা।

করিনা কাপুর খান- বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় শীর্ষে আছেন। ৪০ পেরিয়েছেন সদ্য। অল্প বয়স থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তেমনই সুনামও কুড়িয়েছেন অনেক অল্প বয়সে। দর্শকেরা যেমন তাঁর অভিনয়ের প্রশংসা করেন তেমনই আবার অনেকে বদনাম করতে ছাড়েন না। অনেকের মতে, তিনি বড়লোকের বখে যাওয়া সন্তান। তাঁকে নিয়ে আছে নানান গুজব। প্রেম থেকে বিয়ে- নানান খবর শোনা যায় বলিপাড়ায় কান পাতলে।

শোনা যায়, তিনি নাকি অল্প বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বাবা হিসেবে কার নাম উটে এসেছিল জানেন? শুনলে চমকে উঠবেন। 

১৯৮০ সালে ২১ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম হয় করিনার। বাবা রণধীর কাপুরের সঙ্গে মা ববিতার সম্পর্ক মোটেই ভালো ছিল না। কাপুর পরিবারের নিয়ম অনুসারে, বিয়ের পর বাড়ির বউদের ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা ছিল। আর এই যুক্তিই কোনওভাবে মানতে পারেননি ববিতা। দুই মেয়ে করিনা ও করিশ্মাকে নিয়ে আলাদা থাকতেন তাঁরা। প্রথমে করিনা যমুনাবাই নার্সি স্কুলে পড়তেন। পরে দেরাদুনে ওয়েলহাম গার্লস স্কুলে পড়তেন তিনি।

শোনা যায়, স্কুলে পড়াকালীন মাত্র নবম শ্রেণীতে আচমকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন করিনা। তখন তার বয়স ছিল মাত্র ১৪। এখানেই শেষ না। সেই সন্তানের বাবা ছিল নাকি হৃতিক রোশন।

তবে, এই ঘটনার কোনও উপযুক্ত প্রমাণ মেলেনি। তাই এই খবরটিকে নিছকই রটনা বলে মনে করেন সকলে। এই খবরটি গুজব বলেই মনে করেন প্রায় সকলে। তাই অনেকের ধারণা এই খবর সত্যও হতে পারে। করিনা কখনও এই নিয়ে কোনও মন্তব্য করেননি। 

এমনই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বারে বারে খবরে এসেছেন করিনা। শাহিদ কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। পরে বিচ্ছেদ হয়। তারপর সইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ান। বর্তমানে দুই ছেলে আছে সইফ আর করিনা । 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?
কেন মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র, প্রকাশ্যে এল অজানা তথ্য