ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন আদিত্য ধর। এতে রণবীর সিং-এর পাশাপাশি অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সৌম্যা ট্যান্ডন, সারা অর্জুন এবং আর. মাধবন প্রধান ভূমিকায় রয়েছেন। অর্জুন রামপাল এই ছবিতে মেজর ইকবালের চরিত্রে অভিনয় করেন। তিনি ১ কোটি টাকা পারিশ্রমিক নেন।