রণবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার 'ধুরন্ধর' বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে, যা ১০ দিনে বিশ্বব্যাপী ৩৫১.৭৫ কোটি টাকা আয় করেছে। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে রণবীর সহ অন্যান্য তারকারা কত পারিশ্রমিক নিয়েছে জেনে নিন।
৫ ডিসেম্বর থেকে বলিউড জুড়ে শুধুই ‘ধুরন্ধন’-র জয়ধ্বনি। রণবীর সিং এবং অক্ষয় খান্নার ছবি 'ধুরন্ধর' ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। ছবিটি প্রথম সপ্তাহান্তেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছিল। আর এখন মুক্তির ১০ দিনেও ধামাকা করেছে।
27
'ধুরন্ধর' ছবিটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই ছবিতে রণবীর সিং একজন আন্ডারকভার গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন। এটি একটি অ্যাকশন, স্পাই-থ্রিলার ছবি। যা করাচিতে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ধ্বংস করার জন্য পাঠানো এক গোপন এজেন্টের জীবনের উপর ভিত্তি করে তৈরি। ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য রণবীর নিয়েছেন ৫০ কোটি।
37
ছবিতে রণবীরের বিপরীতে দেখা দিয়েছে অক্ষয় খান্না। বহুদিন পর দর্শকদেন নজর কেড়েছেন অভিনেতা। এই আর দশ দিনে ছবি আয় বিশ্ব বাজারে ৩৫১.৭৫ কোটি টাকা। খুব শীঘ্রই ছবিটি পা রাখতে চলেছে ৫০০ কোটির ঘরে। এই ছবিতে অভিনয়ের জন্য অক্ষয় নিয়েছেন আড়াই কোটি।
অভিনয় থেকে মেকআপ- দুই দেখে চেনা দায় আর মাধবনকে। তিনি অজয় সান্যাসের চরিত্র অভিনয় করেন আর মাধবন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি নয় কোটি টাকা নিয়েছেন।
57
রবিবার অর্থাৎ দশম দিনে শুধু ৫৯ কোটি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহের দোড়গোড়ায় এসে ছবির আয় ১৪৪.৫০ কোটি টাকা। আর দশ দিনে ছবি আয় বিশ্ব বাজারে ৩৫১.৭৫ কোটি টাকা। এই ছবিতে অভিনয় করেন এসপি চৌধুরী আসলম। এই চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত। এই চরিত্রের জন্য তিনি দশ কোটি টাকা নেন।
67
ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন আদিত্য ধর। এতে রণবীর সিং-এর পাশাপাশি অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সৌম্যা ট্যান্ডন, সারা অর্জুন এবং আর. মাধবন প্রধান ভূমিকায় রয়েছেন। অর্জুন রামপাল এই ছবিতে মেজর ইকবালের চরিত্রে অভিনয় করেন। তিনি ১ কোটি টাকা পারিশ্রমিক নেন।
77
এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা গিয়েছে সারা অর্জুন। তিনি ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে শোনা গিয়েছে। ছবিতে তিনি নজর কেড়েছেন সকলের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।