দ্য ব্যাডস অফ বলিউড (The bads of bollywood)
চলতি বছরে মুক্তি পায় দ্য ব্যাডস অফ বলিউড (The bads of bollywood)। নেটফ্লিক্সে মুক্তি পায় এই সিরিজ। সিরিজটি পরিচালনা করেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সিরিজে অভিনয় করেন ববি দেওল, লক্ষ্য লালওয়ানি, রাঘব জুয়াল, সাহেব বাম্বা, মনীশ চৌধুরী-সহ আরও অনেকে। এটি পরিচালনা করে গৌরী খান। সিরিজটির মোট সাতটি পর্ব আছে।