Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে

Published : Dec 08, 2025, 05:35 PM IST

চলতি বছরে প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, জিও হটস্টারের মতো প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ ও ছবি। 'দ্য ফ্যামিলি ম্যান ৩' থেকে 'পঞ্চায়েত' এবং 'দিল্লি ক্রাইম'-এর মতো সিরিজগুলো দর্শকদের মন কেড়েছে। রইল সেরা কিছু OTT রিলিজের ঝলক।

PREV
110

দ্য ফ্যামিলি ম্যান ৩

প্রাইম ভিডিও-তে মুক্তি পায় দ্য ফ্যামিলি ম্যান। শেষ দুটি সিজন সফল হওয়ার পর চলতি বছরে মুক্তি পায় দ্য ফ্যামিলি ম্যান ৩। ২১ নভেম্বর মুক্তি পায় দ্য ফ্যামিলি ম্যান ৩ সিরিজটি। সাতটি এপিসোড আছে এই সিজিনে। সিরিজের আছেন মনোজ বাজপেয়ী, প্রিয়ামনি, নিমরত কউর থেকে শরিব হাসমিক মতো তারকারা।

210

দ্য হান্ট- দ্য রাজীব গান্ধী হত্যা মামলা (The hunt: the rajiv gandhi assassination case)

দ্য হান্ট- দ্য রাজীব গান্ধী হত্যা মামলা মুক্তি পায় সোনি লাইভে। এটি নাগেশ কুকুনুর দ্বারা পরিচালিত। এই সিরিজের মুখ্য চরিত্রে আছে অমিত সিয়াল, সাহিল বৈদ, বাগবতী পেরুমন, গিরিশ শর্মাকে। ৪ জুলাই এই সিরিজটি মুক্তি পায়।

310

দ্য ব্যাডস অফ বলিউড (The bads of bollywood)

চলতি বছরে মুক্তি পায় দ্য ব্যাডস অফ বলিউড (The bads of bollywood)। নেটফ্লিক্সে মুক্তি পায় এই সিরিজ। সিরিজটি পরিচালনা করেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সিরিজে অভিনয় করেন ববি দেওল, লক্ষ্য লালওয়ানি, রাঘব জুয়াল, সাহেব বাম্বা, মনীশ চৌধুরী-সহ আরও অনেকে। এটি পরিচালনা করে গৌরী খান। সিরিজটির মোট সাতটি পর্ব আছে।

410

পঞ্চায়েত (Panchayat)

চলতি বছরে ওটিটি-তে মুক্তি পায় পঞ্চায়েত (Panchayat)। এবার মুক্তি পেল সিজন ৪। মধ্যপ্রদেশের মাহোদিয়া গ্রামের ছবি ফুটে ওঠে এই সিরিজে। চলতি বছরে জুনে মুক্তি পায় সিরিজটি। জিতেন্দ্র কুমার, নীন গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, পঙ্কজ ঝা-র মতো তারকা আছে সিরিজে।

510

ক্রিমিনাল জাস্টিস - আ ফ্যামিলি ম্যাটার (Criminal justice)

চলতি বছর জিও হটস্টারে মুক্তি পায় ক্রিমিনাল জাস্টিস - আ ফ্যামিলি ম্যাটার (Criminal justice) । হিন্দি ভাষায় মুক্তি পায় এই সিরিজ। সিরিজে আছেন পঙ্কজ ত্রিপাঠি, মোহম্মাদ জিশান আইয়ুব, সুরভীন চাওলা, খুশবু আত্রে এবং আশা নেগির মতো তারকারা।

610

স্পেশাল ওপিএস (Special Ops)

এবছরজিও হটস্টারে মুক্তি পায় স্পেশাল ওপিএস (Special Ops) সিজিন ২। জুলাই মাসে মুক্তি পেয়েছিল সিরিজটি। সন্ত্রাসবাদী হামলার ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজ।

710

থাম্মা (thamma)

প্রাইম ভিডিও-তে মুক্তি পায় থাম্মা (thamma)। আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা অভিনয় করেছেন এই ছবিতে। হরর কমেডি এই ছবি ওটিটি-তে মুক্তি পায়। তা দ্রুত দর্শকদের মন কাড়ে।

810

মালিক (Maalik)

অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পায় বলিউড ছবি মালিক। ছবিতে এক ভিন্ন অবতারে দেখা দেন রাজকুমার রাও। ১১ জুলাই মুক্তি পেয়েছিল সিরিজটি। অ্যাকশন থ্রিলার এই ছবি সকলের নজর কাড়েন।

910

দিল্লি ক্রাইম

চলতি বছর মুক্তি পায় দিল্লি ক্রাইম সিজন ৩। এই সিরিজ মুক্তি পায় নেটফ্লিক্সে। শেফালি শাহ, রাশিকা দুগ্গল, অনুরাগ আরোরা, বিনোদ শরাওয়াত অভিনীত এই সিরিজ। যা ১৩ নভেম্বর মুক্তি পায়। এই সিরিজ গ্যাং রেপে-র কাহিনি নির্ভর।

1010

বাকাইতি (Bakaiti)

অমিত গুপ্তা পরিচালিত হিন্দি কমেডি ড্রামা সিরিজ বাকাইতি (Bakaiti) মুক্তি পায় এবছর। এই সিরিজে অভিনয় করেন তানিয়া শর্মা, আদিত্য শুক্লা-র মতো তারকা। গাজিয়াবাদের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ।

Read more Photos on
click me!

Recommended Stories