Dadasaheb Phalke IFF Awards: সেরার শিরোপা উঠল শাহরুখ থেকে রানির মাথায়, দেখে নিন আর কে কে পেলেন দাদা সাহেব ফালকে পুরস্কার

Published : Feb 21, 2024, 11:28 AM IST
dadasaheb phalke international film festival awards

সংক্ষিপ্ত

দেখেন নিন এক ঝলকে। কোন তারকার মাথায় উঠল সেরা অভিনেতার মুকুট। তেমনই কে পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২৪। ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল মুম্বইয়ে। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২৪-র গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, রানী মুখোপাধ্যায়, করিনা কাপুর, বিক্রান্ত মাসে, নয়নতারা, শহীদ কাপুর, আদিত্য রায় কাপুর থেকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা-সহ আরও অনেকে। এই মঞ্চে জয় পেলেন একাধিক তারকা। এবার সেরা নজর কাড়ল জওয়ান থেকে অ্যানিম্যালের মতো ছবিগুলো। তেমনই টেলিভিশনের সেরা সিরিয়াল থেকে সেরা অভিনেতা-অভিনেত্রীর হিসেবে নজর কেড়েছেন অনেকেই। দেখেন নিন এক ঝলকে। কোন তারকার মাথায় উঠল সেরা অভিনেতার মুকুট। তেমনই কে পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান)

সেরা অভিনেত্রী- নয়নতারা (জওয়ান)

সেরা অভিনেত্রী- রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জ্জী ভার্সেস নরওয়ে)

সেরা ডিরেক্টর- সন্দীপ রেড্ডি ভাঙা (অ্যানিম্যাল)

সেরা মিউজিক ডিরেক্টর- অনিরুদ্ধ রবিচন্দ্র (জওয়ান)

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ)- বরুণ জওয়ান (জরা হাটকে জরা বাঁচকে)

সেরা প্লেব্যাক গায়ক (মহিলা)- শিল্পা রাও (বেসরম রঙ – পাঠান)

সেরা অভিনেতা নেগেটিভ চরিত্র- ববি দেওল (অ্যানিম্যাল)

সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিয়াল)- রূপালি গঙ্গোপাধ্যায়, অনুপমা

সেরা অভিনেতা (টেলিভিশন সিরিয়াল)- নীল ভাট (গম হ্যায় কিসিকি পেয়ার মে)

বছরের সেরা সিরিজ- করিশ্মা তান, স্কুন

চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান- মৌসুমী চ্যাটার্জ্জী

সঙ্গীত শিল্পে অসামান্য অবদান- কে জে যীশু দাস

একাধিক ক্যাটেগরির পুরস্কার পেলেন একাধিক তারকা। সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ খান। জওয়ান ছবির জন্য। সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন নয়নতারা। জওয়ান ছবির জন্য পেলেন পুরস্কার। তেমনই মিসেস চ্যাটার্জ্জী ভার্সেস নরওয়ে ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Big Breaking: দ্বিতীয়বার বাবা হলেন বিরাট, পুত্র সন্তানের জন্ম দিলেন অনুষ্কা

ফের সুখবর বলিপাড়ায়, মা হচ্ছেন দীপিকা পাদুকোন, পরিবারে আসছে নতুন সদস্য

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?