৬০০ কোটি টাকার বিপুল সম্পত্তি এক টাকাও দেননি ডিম্পলকে, কার নামে উইল করে গিয়েছেন রাজেশ খান্না?

Published : Dec 30, 2024, 12:31 PM IST
Rajesh Khanna

সংক্ষিপ্ত

হিন্দি ছবির সুপারস্টার রাজেশ খান্নার জীবনের অজানা কাহিনী, তাঁর স্বভাব, ডিম্পল কাপাডিয়ার সঙ্গে বিচ্ছেদ এবং ৬০০ কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে গেলেন।

ফিল্মি তারকাদের জীবন নিয়ে সকলের মনে থাকে নানান প্রশ্ন। তাদের কার কত সম্পত্তি কিংবা কে কাকে কি দামি উপহার দিলেন তা নিয়ে মনে থাকে প্রশ্ন। আজ রইল অভিনেতা রাজেশ খান্নার জীবনের অজানা কথা।

হিন্দি ছবির সুপার স্টার রাজেশ খান্না সকলের মন ছুঁয়ে গিয়েছিলেন। ছবির পর্দায় যেমনই হোক বাস্তবে নাকি খুব জেদি ও একগুঁয়ে ছিলেন তিনি। নিজের শর্তে বাঁচতেন জীবন। ডিম্পল কাপাডিয়ার সঙ্গে তাঁর বিয়ে ভেঙে যায়। ১৬ বছরের ছোট ছিল ডিম্পল। দুই সন্তান ছিল তাঁদের।

২০১১ সালে রাজেশ খান্নার ক্যান্সার ধরা পড়েন। চিকিৎসার কোনও ত্রুটি রাখা হয়নি। কিন্তু, কোনও কিছুতেই কোনও লাভ হয়নি। রাজেশ খান্নার ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন মৃত্যুর এক বছর আগে নিজের ভাগ্যটা মেনে নিয়েছিলেন তিনি। অনেক চুপচাপ হয়েগিছেন। সে সময় দুই মেয়েকে কাছে চাইতেন রাজেশ খান্না। তবে, টুইঙ্কেল খান্না সে সময় অন্তঃসত্ত্বা ছিলেন। সে কারণে তিনি বেশি আসতে পারতেন না। তবে, রিঙ্কি খান্না বাবার কাছেই থাকত।

শেষ সময় ডিম্পল কাবাডিয়া রাজের খান্নার পাশে ছিলেন। তাঁকে যথাসাধ্য সেবাও করেছেন। তবে, রাজেশ খান্না নিজের সম্পত্তির কানাকড়িও দিয়ে যাননি স্ত্রীকে দেননি। জানা যায়, রাজেশ খান্না ৬০০ কোটি টাকার বিপুল সম্পত্তি তাঁর দুই মেয়ে টুইঙ্কেল ও রিঙ্কিকে দিয়ে গিয়েছেন।

এই নিয়ে খবরে আসেন রাজেশ খান্না। নিজের সম্পত্তির সামান্য পরিমাণও নিজের স্ত্রীকে দেননি তিনি। যা নিয়ে খবরে আসেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?