বিয়ে হতে না হতেই সাত মাসের মধ্যেই সন্তানের জন্ম, মা হওয়া নিয়ে আলিয়াকে কটাক্ষ KRK-এর

মা হওয়া নিয়ে আলিয়াকে নোংরা ইঙ্গিত করলেন কেআরকে। সকলে যখন নতুন বাবা ও মা -কে শুভেচ্ছা জানাচ্ছেন ঠিক তখনই টুইটারে খোঁচা দিয়ে আলিয়াকে টুইট করেন কেআরকে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে কীভাবে থাকতে হয়, তা মনে হয় কমল রশিদ খানের। পরিচালক-প্রযোজক-অভিনেতা-ফিল্ম সমালোচক হিসেবে নিজেকে পরিচয় দেন রাশিদ খান। এবং বিতর্কের জন্যই সর্বদাই চর্চায় থাকেন তিনি। হামেশাই তারকাদের নিয়ে নানা রকমের মন্তব্য করে শিরোনামে থাকেন কেআরকে। আলিয়া ভাটের বিয়ে নিয়েও তীব্র সমালোচনা করেছিলেন কেআরকে। এবার মা হতে না হতেই কটাক্ষ করতে ছাড়লেন না অভিনেতা। গত রবিবারই মা হয়েছে ন আলিয়া ভাট। অভিনেত্রীর কোল আলো করে একরত্তি আসতেই খুশির খবরে মাতোয়ারা কাপুর পরিবার থেকে বি-টাউনে।

বিয়ের সাত মাসের মধ্যেই মা হলেন আলিয়া ভাট। বলিউডের নতুন বাবা ও মা হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রবিবারই মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। মা হওয়ার পর থেকেই শুরু হয়েছে কানাঘুষো। বিয়ের আগেই নাকি প্রেগন্যান্ট ছিলেন আলিয়া। সেই সূত্র ধরেই মা হওয়া নিয়ে আলিয়াকে নোংরা ইঙ্গিত করলেন কেআরকে। সকলে যখন নতুন বাবা ও মা -কে শুভেচ্ছা জানাচ্ছেন ঠিক তখনই টুইটারে খোঁচা দিয়ে আলিয়াকে টুইট করেন কেআরকে।

Latest Videos

আলিয়াকে টুইট করে কে আর কে লেখেন, রণবীর কাপুর ও আলিয়া ভাটকে শুভেচ্ছা জানাই। সাত মাসের মধ্যে এক সুন্দর কন্যা সন্তানের গর্বিত মা ও বাবা হওয়ার জন্য। তবে কেআরকে-এর এই টুইটকে মোটেই অভিনন্দন বার্তা হিসেবে গ্রহণ করতে পারেনি ভক্তরা। কেআরকে-র কুৎসিত টুইটে দেখেই তুলোধনা করলেন রণবীর ও আলিয়ার ভক্তরা। একজন লিখেছেন, এই বেশরম লোক কোনদিনও পাল্টাবে না। কেউ আবার লিখেছেন,আলিয়া সাত মাসে মা হয়েছে তো আপনার কি। সকলেই সমালোচনা করেছেন কে আর কে। তীব্র সমালোচনার পরই প্রসঙ্গ বদলানোর চেষ্টা করেন কেআরকে। তিনি বলেন, আমি বুঝতে পারছি না কিছু বোকা লোক এখানে কেন ভাষণ দিচ্ছে। লক্ষ লক্ষ বাচ্চারা সময়ের আগে জন্ম নেয়। এটা খুব স্বাভাবিক । তবে পাল্টা জবাব দিতে ছাড়েননি আলিয়া ভক্তরা। তারা লেখেন, কেউই এতটাও বোকা নয়। আপনি কী উদ্দেশ্যে এটা বলেছেন তা সকলেই বুঝেছেন। আর বর্তমান যুগে বিয়ের আগে সন্তান ধারণ করাটা কোনও বড় ব্যাপার নয়। এটা দুজনের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটাকে সম্মান জানানো উচিত। তবে কেউ কেউ আবার আলিয়াকে সমর্থনও করেছেন। যদিও পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট আলিয়া ভাট। ২৯ বছরেই মা হলেন নায়িকা।প্রসববেদনা ওঠার পর প্রাকৃতিক নিয়মেই সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। এই দিনটারই অপেক্ষায় ছিলেন নতুন বাবা রণবীর। উল্লেখ্য, আলিয়ার মেয়ে হওয়ার খবরে প্রথম সিলমোহর দেন একরত্তির পিসি ঋদ্ধিমা কাপুর সাহানি। তারপরই সন্তান প্রসবের খবর জানিয়ে আবেগঘন পোস্ট করেন আলিয়া ভাট। অভিনেত্রীর পোস্টে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। পোস্টে দেখা যাচ্ছে সিংহ, সিংহী, শাবকের ছবি । যেখানে দেখা যাচ্ছে,আমাদের জীবনের সেরা খবর, আমাদের সন্তান হয়েছে, ও এক মায়াবী কন্যা। সঙ্গে লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছে। আমরা ভালবাসায় পরিপূর্ণ ও আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগঘন মা-বাবা। আলিয়া এবং রণবীরের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালবাসা। আলিয়ার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা।

আরও পড়ুন-

আলিয়া না রণবীর, কার মতো দেখতে হয়েছে কাপুর পরিবারের একরত্তিকে, মুখ খুললেন ঠাকুমা নীতু

সন্তান প্রসবের আগেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন আলিয়া, এটাই কি রাখছেন রণবীর?

'ও এক মায়াবী কন্যা', একরত্তি সন্তানকে নিয়ে আবেগঘন পোস্ট , এখন কেমন আছেন আলিয়া?

 

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik