দীপিকা-রণবীরের ঘরে এল লক্ষ্মী! সন্তানের জন্মের পরে এখন ঠিক কেমন আছেন অভিনেত্রী?

Published : Sep 08, 2024, 03:15 PM ISTUpdated : Sep 08, 2024, 03:22 PM IST
Deepika

সংক্ষিপ্ত

দীপিকা-রণবীরের ঘরে এল লক্ষ্মী! সন্তানের জন্মের পরে এখন ঠিক কেমন আছেন অভিনেত্রী?

রবিবার (৮ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর সিং ও দীপিকার ঘরে এসেছে লক্ষ্মী।

গত ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় দীপিকাকে। মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে।

শনিবার হাসপাতালে যাওয়ার পথে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

সন্তানকে স্বাগত জানানোর দু'দিন আগেই দীপিকা ও রণবীরকে সিদ্ধিবিনায়ক মন্দিরে যেতে দেখা যায়। পরিবারের নতুন সদস্যের সুস্বাস্থ্যের জন্য বাপ্পার কাছে দোয়া চেয়েছেন এই দম্পতি।

২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেন এই জুটি। রণবীর ও দীপিকার সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে এই দ্বৈত অনুষ্ঠান ছিল। প্রথমে দক্ষিণ ভারতীয় বিয়ে, এরপর আনন্দ কারাজ অনুষ্ঠান হয় তাঁদের।

এই বছরের ফেব্রুয়ারিতে এই জুটি তাদের গর্ভাবস্থার ঘোষণা করেছিলেন। কন্যা সন্তানের জন্মানোর পরে এখন বেশ কিছুটা সুস্থই রয়েছেন দীপিকা বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

তাঁরা তাদের চলচ্চিত্র সিংঘম এগেইন মুক্তির অপেক্ষায় রয়েছেন, যেখানে দীপিকাকে সম্ভবত লেডি সিংহাম হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হবে, এবং রণবীরকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা
শাহরুখ খানের রেস্তোরাঁয় আলিয়া-রণবীরের নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও