KK: অবশেষে প্রকাশ্যে এল কেকে-র গাওয়া শেষ গান, মুক্তি পেতেই ভাইরাল হল গানটি

Published : Jul 27, 2023, 07:28 AM IST
Krishnakumar Kunnath KK

সংক্ষিপ্ত

মালায়মল-তামিল ভাষায় মুক্তি পাওয়া একটি ছবির গান গেয়েছিলেন কেকে। মালায়মল-তামিল ভাষায় মুক্তি পাওয়া সামার ছবির গান মৃত্যুর আগেই রেকর্ড করেছিলেন কেকে।

প্রিয় গায়ককে ভক্তরা হারিয়েছেন তা প্রায় ১ বছর অতিক্রান্ত। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কেকে। তাঁর মৃত্যুর এক বছর পর প্রকাশ্যে এল তাঁর গাওয়া গান। মুক্তি পেল কেকে-র গাওয়া শেষ গান। যা সদ্য ইউটিউবে দেখা গিয়েছে। আর তা প্রকাশ্যে আসতেই মুহূর্তে হয়েছে ভাইরাল।

মালায়মল-তামিল ভাষায় মুক্তি পাওয়া একটি ছবির গান গেয়েছিলেন কেকে। মালায়মল-তামিল ভাষায় মুক্তি পাওয়া সামার ছবির গান মৃত্যুর আগেই রেকর্ড করেছিলেন কেকে। ছবিটি পরিচালনা করেন চার্লস জোসেফ। অবশেষ মুক্তি পেল সেই ছবির গানটিই। গানের নাম দিলবারো। চার্লস জোসেফ পরিচালিত এটি একটি থ্রিলার ছবি। এই গানটিই কেকে শেষ রেকর্ড করেছিলেন। সঙ্গীত পরিচালক দীপক ওয়ারিয়রের সুরে এই গান রেকর্ড করেছিলেন কেকে। অবশেষ ইউটিউবে মুক্তি পেল গানটি। আর তা মুক্তি পেতেই ভাইরাল। প্রিয় গায়কের প্রয়াণের পর তাঁর গাওয়া নতুন গান মুক্তি পাবে তা কেউ আশা করতে পারেনি।

গত বছর ৩১ মে প্রয়াত হন কেকে। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল তাঁর। বয়স হয়েছিল মাত্র ৫৩। কলকাতায় এসেছিলেন একটি শো করতে। গান গাইতে গাইতেই অসুস্থ বোধ করেন। শারীরিক অবস্থা উপেক্ষা করে শো করেন। তারপর হোটেলে চলে যান। সেখানে অসুস্থ হয়ে পরেন কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত হলে ঘোষণা করে চিকিৎসকরা। গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল গায়কের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল সর্বত্র।

এদিকে আবার শীঘ্রই আসছে ইয়ারো দোস্তি অ্যালবাম। ‘ইয়ারো দোস্তি’ এই বন্ধুত্বের গান কেকে উপহার দিয়েছিলেন দর্শকদের। এবার বন্ধুত্বের দিনে তাঁকে দেওয়া হবে বিশেষ সম্মান। McDowell-র পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই গান ফ্রেন্ডশিপ ডে-তে মুক্তি পাবে। কেকে-কে সম্মান জানাতে সংস্থার পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। গানটি গাইছেন পাপন, শান ও ধ্বনি। এভাবে বন্ধুকে শ্রদ্ধা জানাবেন তারকারা।

এরই মাঝে প্রকাশ্যে এল কেকে-র গাওয়া শেষ গান। কদিন আগে এআই পদ্ধতি ব্যবহার করে হুবহু কেকে-র মতো গান গাওয়া হয়েছিল। কিন্তু, এবার এমন পদ্ধতি নয়। বরং, বাস্তবে তাঁরই গাওয়া গান প্রকাশ্যে এল। যা পেয়ে খুশির হাওয়া ভক্ত মহলে। মুক্তি পেতেই ভাইরাল হল গানটি। যা পেয়ে আপ্লুত প্রয়াত গায়ক কেকে-র সকল ভক্তগণ। 


আরও পড়ুন 

Gadar 2: মুক্তি পেল ছবির ট্রেলার, দেশ ভক্তির এক বিশেষ কাহিনি নিয়ে আসছে ছবিটি

প্রকাশ্যে এল তৃণা ও শন অভিনীত 'পিলকুঞ্জ'-র ফার্স্ট লুক, বাস্তব ঘটনার নিয়ে আসছে সিরিজটি

Yami Goutam: আদিত্য ধরের সঙ্গে জুটি বাঁধছেন ইয়ামি গৌতম, রইল তাঁর আসন্ন প্রোজেক্টের খরব

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে